আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজি অটোরিকশা: মিটারে না চুক্তিতে ?



 সিএনজি অটোরিকশার নতুন ভাড়ার হার কার্যকর হয়েছে। সরকারী ভাবে মিটারে যাওয়ার জন্য কঠোর উদ্দোগের কথাও শোনা যাচ্ছে। কিন্তু মিটারে চালালে ভাড়া বেশি উঠলে যাত্রীরা কি করতে পারে, এই বিষয়টা কি দেখা হচ্ছে ? চুক্তিতে গেলে অন্তত ওঠার আগে কার কত দাবি, দামদর ইত্যাদি করা সম্ভব। কিন্তু মিটারে চালালে গন্তব্যে পৌছে যদি দ্বিগুন ভাড়া আসে তখন কি হবে ? চুক্তিতে গেলে তো দামদর করা সম্ভব, কিন্তু কার মিটার টেম্পারড এটা তো গন্তব্যে পৌছার আগে বোঝা যায় না। আবার এসব নিয়ে পুলিশের সাহায্যের জন্য অটোরিকশার গায়ে লেখা ফোন নম্বরে ফোন দিয়েও সাড়া পাওয়া যায়না। তাছাড়া "যানযটে ঢাকা" ঢাকা শহরে কার ই বা এত সময় আছে পুলিশের সাহায্যের জন্য বসে থাকার ? নতুন জানলাম যে কম গতিতে চলার সময় সাধারণ ভাড়ার পাশাপাশি ওয়েটিংয়েরও ভাড়া নাকি উঠছে। আমি অবশ্যই মিটার ব্যবস্থার পক্ষে, কিন্তু আগে তো টেম্পারড মিটার এর ব্যপারে একটা যুতসই উদ্যোগ নেয়া দরকার। ভ্রাম্যমান আদালতও এ বিষয়ে নজর দিলে ভাল ফল দিতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।