------
আমি শুধু অনেক দিন নিরব হয়ে তোমার প্রতীক্ষা করেছিলাম[/sb
(এই কবিতাটি পড়েছিলাম অনেক দিন আগে "কুচ্ছিত হাঁসের ছানা" নামের ব্লগারের দেয়া একটা পোস্টে। খুব ভালোলাগা একটা কবিতা। এটার জনক কে আমার জানা নেই। কবিতাটা তাই সামহোয়ার ইন ব্লগের বন্ধুদের জন্য রি-শেয়ার করলাম।) মূল ব্লগের লিংক এইটা:: Click This Link
১.
অনুমতি দাও, তোমার দৃষ্টিসীমা একবার ঘুরে আসি;
শ্রাবণের শীতল ধারার ধারনা দেবো
দ্রাক্ষার নিপুন উল্লাসের মাদকতায়; শুধু একবার বন্দী করে দ্যাখো
তোমার ওষ্ঠের উদ্যানে কেমন ফোঁটাই রক্তজবা। নিমজ্জিত
আকাঙ্খার শ্যাওলা ধরা স্তনে এনে দেবো জ্যোতির্ময় জ্যোস্না
কত প্রজন্ম ধরে তাকিয়ে রয়েছি- অনুমতি দাও,
ঘুরে আসি নিবিড় বনভূমি। শ্যামলীমায় আকন্ঠ
অবগাহনে হয়ে উঠবো পবিত্র আদিম আর্য পুরুষের বিশুদ্ধ অনুবাদ।
নাভীমুলের অমাবশ্যায় জ্বলে উঠবে কামার্ত জোনাক আলো
ইশারায় ছড়াবো উঠোনে জলজ-পদ্যর ডালি
কত সহস্র বর্ষার বৃষ্টি হয়ে ঝরছি তোমার বিকেলের বিমুগ্ধ দৃষ্টির কাছে
কেবল অনুমতি পাইনি বলে প্লাবিত করিনি তোমার…
২.
আমি শুধু অনেক দিন নিরব হয়ে তোমার প্রতীক্ষা করেছিলাম;
আমি শুধু কবিতার কাছে তোমাকেই প্রার্থনা করেছিলাম; অনুমতি দাও
কবিতা, অক্ষত কুমারীর চোখের জলে সন্তরণ পটু আমার স্বত্বাকে
আরও একবার বোশেখের রোদে জাগিয়ে তুলি; চৈত্রের হাহাকার নিয়ে
অ্যাতকাল আমার বেঁচে থাকা; কেবল অনুমতি দাও, এই তীব্র
দাবদাহ ভুলে যাওয়া আষাঢ়ে ভাসাই তোমার ত্রিমাত্রিক বিষন্নতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।