আমাদের কথা খুঁজে নিন

   

কে এই গুরুদেবজী? কি তার উদ্দেশ্য? (মডুরা কি টিনের চশমা পরে আছেন নাকি?)

স্বপ্ন ভরা জীবন আমার...

গুরুদেবজী। আজকের দিনের সেরা ব্লগার , কারন তিনি মডুদের এমনকি অটোমোটেড সিস্টেমকেও ফাঁকি দিয়ে ৩০ মিনিটে তিনটি পোস্ট দিছেন, শুধু তাই নয় আজকে বিকেল থেকে তিনি বোধহয় সামুকে নিজের বাপের সম্পত্তি মনে করছেন। পোস্টের পর পোস্ট দিয়ে চলেছেন কিন্তু মডুরা কেউ দেখছে না, মনে হয় যেন তাদেরকে কেউ মডুগিরি করার জন্য টিনের চশমা উপহার দিয়েছে। গুরুদেবজী কে? কি তার উদ্দেশ্য? কি জন্যে হঠাত করে তিনি এত পোস্ট দিচ্ছেন?? তাও অবান্তর বিষয় নিয়ে। তিনি কি ফ্লাডিং করছেন না??তারে কি কারনে মডুরা এভাবে ছাড় দিচ্ছেন?? এখানে তার প্রোফাইলের লিঙ্ক।

গুরুদেবজী একদিনেই তিনি ২০ টি পোস্ট দিচ্ছেন। তার মোট পোস্টের সংখ্যা ২০ এবং নিকের বয়স ৩ মাস। নিচে কিছু স্ক্রীনশট- ১। ২। ৩।

আসুন সবাই এই পরিশ্রমী ব্লগারকে স্বাগতম জানাই। কত কষ্ট করেই না তিনি পোস্ট দিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।