আমাদের কথা খুঁজে নিন

   

ভনে ২য় বর্ষ ৪র্থ সংখ্যাতে মলয় রায়চৌধুরীর প্রেমের কবিতা


ভনে পাঠক-লেখক-প্রকাশক আর সবার কাগজ। ভনে একটি গ্রন্থচিন্তার কাগজ। ভনে লেখকদের লেখা ও বই নিয়ে আলোচনা-সমালোচনার তুমুল ঝড় বইয়ে দেবার কাগজ। ভনে পাঠককে প্রয়োজনীয় বইটা চিনিয়ে দেবার কাগজ। ভনে নতুন পাঠককে জাগিয়ে দেবার কাগজ।

আপনি লেখক-পাঠক-প্রকাশক যেই হোন, আপনার প্রিয় বইটি নিয়ে লিখুন। আপনার ভালোলাগা, মন্দলাগা তুলে আনুন ভনের পাতায় পাতায়। সমকালীন সাহিত্যের খবরাখবর নিয়ে লিখুন। আপনার আপন অঙ্গনে সাহিত্যের আড্ডাটি নিয়ে লিখুন। সম্প্রতি পঠিত কোন বইয়ের আপনার পাঠের প্রতিক্রিয়া জানান সবাইকে।

আপনার কোন নতুন বই, নতুন ম্যাগ প্রকাশের খবরটি সবার আগে আমাদেরকেই জানান। আপনার বই ও ম্যাগটি আলোচনার জন্য ২টি করে কপি অবশ্যই পাঠান, আজই পাঠান। ভনে এখন প্রতি মাসেই বের হচ্ছে। ভনে পড়ুন। সংগ্রহ করুন।

ভনেকে নিয়ে আপনার সার্বিক মূল্যায়ন-মতামত জানান অকপটে। আপনাদের ক্রিয়া-প্রতিক্রিয়ার জন্য ভনের রয়েছে ডাকবাক্স বিভাগ। ভনের ২০১১ জানুয়ারি সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে। ভনে ২০১১ ফেব্রুয়ারি সংখ্যা হচ্ছে বর্ধিত কলেবরে। বর্ধিত অঙ্গ জুড়ে থাকছে বসন্তের কবিতা।

আপনার প্রিয় কবির আপনার প্রিয় কবিতা। এ সময়ের কবিদের স্বনির্বাচিত প্রিয় কবিতা। এ সময়ের নতুন কবিতার স্বাদ দিতেই ভনের এই আয়োজন। খুব দ্রুত কবিতা পাঠান। ভনে প্রকাশের ৩য় বর্ষে এসে জানুয়ারি ও ফেব্রুয়ারি ২টি সংখ্যাতে শুধুমাত্র লেখকদের বইয়ের জন্য ৫০% ছাড় দেয়া হচ্ছে।

বইয়ের জন্য নির্দ্দিষ্ট সাইজের বিজ্ঞাপন দেয়া হয়। আর উন্নত কাগজে চার রঙে ছাপা পত্রিকাটিতে আপনার বইয়ের বিজ্ঞাপনমূল্য মাত্র ১০০০/= টাকা। ভনের জানুয়ারি সংখ্যাটি পাওয়া যাচ্ছে: কাঁটাবন কনকর্ডের ‘চর্চা’ ও ‘সংহতি’ এবং আজিজ মার্কেটের ‘লিটলম্যাগ প্রাঙ্গণে’। চারুকলার সামনে বইয়ের স্টলে। সিটি কলেজের পত্রিকার স্টলে।

আর সারাদেশের জেলা শহরগুলোতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিনোদপুরে ম্যাগাজিন কর্ণারে। আপনার সদ্য প্রকাশিত বই ও ম্যাগ পাঠাতে ভনের যোগাযোগের ঠিকানাটি ব্যাবহার করুন। আপনার লেখাটি ওয়ার্ড ফাইলে সুতন্নি এমজি ও ছবি জেপিইজি ফাইল সংযুক্ত করে মেইল করুন: ২য় বর্ষ ৪র্থ সংখ্যাতে যারা যা লিখেছেন: ভনে জানুয়ারি সংখ্যার নিবন্ধগুলো: সুহৃদ সরকার লিখেছেন রেনেসাঁর মধুসূদন প্রত্যয়ী মধুসূদন, শাহনাজ নাসরীন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, স্বকৃত নোমান লিখেছেন মান্নান শেখের অশ্রু ও বাঙালি ভাব, শিশির আজম লিখেছেন কবিতা লিখতে গিয়ে যে যে সমস্যায় পড়ি।

প্রথম বই প্রকাশের স্মৃতি নিয়ে লিখেছেন কবি কামরুল হাসান ও কথাসাহিত্যিক জাকির তালুকদার। প্রিয় বই নিয়ে লিখেছেন খোন্দকার আশরাফ হোসেন। গল্প লিখেছেন মাহী ফ্লোরা। ফিরিস্তি লিখেছেন টোকন ঠাকুর। শব্দতরী ম্যাগ আলোচনা করেছেন হীরা তাহিরা।

আবুল মনসুর আহমেদের ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইটা নিয়ে আলোচনা করেছেন যিশু মহম্মদ। ৯ম আন্তর্জাতিক লেখক দিবস পালন নিয়ে বিশেষ প্রতিবেদন লিখেছেন মনির ইউসুফ। জাতীয় লিটলম্যাগ মেলা ও লিটলম্যাগ নিয়ে প্রতিক্রিয়া লিখেছেন শোয়েব সর্বনাম। সাহিত্য সংগঠন নিয়ে লিখেছেন শুভ্রনীল সাগর, আর হাংরি আন্দোলনের প্ররোধা কবি, তারুণ্যেকে দ্রোহের পথে সদাই অনুপ্রাণিত করেন যিনি, আমাদের প্রিয় মলয় রায়চৌধুরীর একগুচ্ছ ভিন্ন মেজাজের প্রেমের কবিতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের ‘চিহ্ন’ ম্যাগের যুগপূর্তি উৎসবে ভনের স্টল থেকে প্রথম দিনেই সব কপি বিক্রি হয়ে যাওয়াই যারা ভনে পাননি, তাদের জন্য ঢাকা থেকে আরো বেশ কিছু কপি পাঠানো হয়েছে।

আগামীকাল আমাদের ভনের বন্ধু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শাশ্বতিকী’ সম্পাদক মোজাফ্ফর হোসেনের নিকট থেকে ভনে সংগ্রহ করতে পারবেন। ভনের প্রতি আপনাদের এই বিপুল আগ্রহে আমরা অভিভূত ও অনুপ্রাণিত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।