আমি নাস্তিক্যবাদে দীক্ষিত হয়েছি বেশি দিন হচ্ছেনা।এখনো ফেলে আসা ধর্মের জন্য মায়াও সম্পূর্ণ গেল না।তাছাড়া এতোদিনের সংস্কারগুলো এখনো সময়ে অসময়ে ভয় দেখায়।এরকম ই হয়েছিল গতকাল।
বার হিশেব করলে শনিবার ই হয়।সকাল থেকেই বলতে গেলে মন্দা লেগেছিল যেন।কী কী হয়েছে ডিটেল্স্ নাহয় নাই বললাম।তো,ভালোখারাপের মাপকাঠিতে যে দিনটা এতো খারাপ গেলো-এর কারণ কী?
বারটা শনিবার বলে না তো আবার ?কিন্তু এরকমতো হওয়ার কথা না!
এই লেখা যদি ভুলক্রমেও কোনো সম্মানিত,বিজ্ঞ পাঠকের গোচরে আসে,তাহলে আমার '?'-চিহ্ণের উত্তরে কিছু লিখলে বড় কৃতার্ত হই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।