আমাদের কথা খুঁজে নিন

   

চীন পারলে আমরা পারব না কেন ?

আমি উন্মাদ, আমি উন্মাদ !! আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ

সম্প্রতি চীন ( বাংলা বানান রীতি অনুযায়ী শুদ্ধ বানান - চিন ) গণমাধ্যমে বিদেশি ভাষা- বিশেষ করে ইংরেজি ভাষা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়েছে- " এখন থেকে গণমাধ্যমে কোন ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। কোনো কারণে বাধ্য হয়ে ব্যবহার করতে হলে পাশে চীনা ভাষায় ব্যক্ষা লিখে দিতে হবে। এমনকি বিদেশি সমস্ত মানুষ, স্থান, স্থাপনা প্রভৃতির নাম এর চীনা অনুবাদ ব্যবহার করতে বলেছে। চীন অনেক প্রাচীন একটি সভ্যতা।

তাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। তারা অর্থনৈতিক ভাবেও স্বচ্ছল। তাই তারা চাইলেও অনেক কিছু করতে পারে। কিন্তু আমাদের ও এরকম একটা সংস্কৃতি আছে। এবং সেটা ও অনেক সমৃদ্ধ।

কিন্তু আমরা চাইলেও আমাদের দেশে এরকম আইন চালু করতে পারি না। কারণ আমাদের দেশের উন্নতির জন্য ইংরেজি শিক্ষা প্রয়োজন। কিন্তু আমরা সেটা তো শেখার জন্য। যত্রতত্র ব্যবহার এর জন্য নয়। ইংরেজি ভাষায় আমার কোন আপত্তি নেই।

আমার আপত্তি হিন্দি ভাষার যত্রতত্র ব্যবহার। এটা কোন সরকারি আইন প্রয়োগ করে বন্ধ ক্রা সম্ভব না। আমাদের সচেতনতাই এ জন্য যথেষ্ঠ। আমরা চাইলেই এ ভাষা কে বর্জন করতে পারি। সে সামর্থ আমাদের আছে।

তাই আজকে থেকে হিন্দি ভাষা ব্যভার কে না বলুন। মনে রাখবেন ---- যে সব বঙেতে জন্মি হিংসে বঙবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় না জানি। । আরও জানতে পড়ুন- View this link View this link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।