সোমবার দুপুরে মতিঝিলের একটি হোটেলে বসে ঘুষের টাকা নেয়ার সময় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জুনিয়র অফিসার আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আগের দিন সকালে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির বিজয়নগর শাখা পরিদর্শনে যান মোতালেব। প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের কাছে আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি।
“দর কষাকষির এক পর্যায়ে তাদের মধ্যে দেড় লাখ টাকায় সমঝোতা হয়। ওই টাকা নিতে সকালে হোটেল পূর্বাণীতে উপস্থিত হন মোতালেব এবং কোম্পানির বিজয়নগর শাখার ব্যবস্থাপক তৈয়ব মহসিন।”
তাদের মধ্যে অর্থ লেনদেনের সময় হোটেলে উপস্থিত দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল মোতালেবকে গ্রেপ্তার করে।
প্রণব জানান, ঘুষ লেনদেনের বিষয়ে আগে খবর থাকায় ওই হোটেলে দুদকের দল অপেক্ষা করছিল।
এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।