আমাদের কথা খুঁজে নিন

   

হে মহান, আসুন আমার আত্মায়

প্রিয় মানুষ দাম দিয়ে কিনেছি বাংলা কারও দানে পাওয়া নয়। যারা ভাবে যারা ভাবছে যারা রক্তের কথা ভুলে গেছে, তারাই আতাত করে জামাতা-শিবির-রাজাকারের দল জামাতের সঙ্গে। তারাই দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেঁলে দিয়েছে বারবারর। বাঙালী সহজিয়া, স্রোতস্বীনীর মতো সরল সহজ সুন্দর প্রাণ। কখনো রূঢ় হয়নি কোনও শয়তানের আস্ফালনেও; বারবার ক্ষমা করে দিয়েছে সব আতাতকারীদের।

কিন্তু এইবার, হ্যাঁ, এইবার আর ভুল করবে না। বাঙালী এইবার ঘরে ঘরে আবারও ৭১ নিয়ে এসেছে, দূর্গ গড়ে তুলেছে। তোমরা কি তাও সাবধান হবে না? আমরা ভুলে যাইনি, তোমরাই দেশবিরোধীদের গাড়িতে আমার লাল সবুজ পতাকা উড়িয়ে দিয়েছিলে, জাতীয় সংসদ ভবনে তোমরাই তাদের স্থান করে দিয়ে দেশকে অপমান করেছো, আর আমার সৌধে ৭১’র ওই চিহ্নিত পাকিস্তনী দালাল দিয়ে ফুল অর্পণ করিয়ে ৩০ লাখ শহীদের ত্যাগকে তোমরাই সে দিন পদদলিত করেছো। আর কত আস্পার্ধা তোমরা দেখাবে? আমরা ভুলে যাই নি। জনগণ ভুলে যায়নি।

তোমরা ভুলে গেছ? আর যদি একটা বার দেখি তোমরা ওই বেঈমানদের আতাতকারীই আছো হ্যাঁ আমরা বলছি জনগণ তোমাদের প্রত্যাখ্যান করেছে। এ দেশে তোমাদের রাজনীতি করার আর কোন অধিকার নেই। ১৬ কোটি মানুষ একটা করে ‌‌‌'রয়েল বেঙ্গল গরদা' নিয়ে দাঁড়াবে। হয় তোমরা জনতার পক্ষে আস নয় ওই বেঈমানদের মতো তোমরাও নিপাত যাবে। জনগণের বিপক্ষে যেয়ো না।

জনগণই প্রকৃত ক্ষমতার উৎস। >>এমন একটা ভাষণ আমি দিতে চাই। বঙ্গবন্ধু, হে মহান, আপনি আমার আত্মায় আসুন, ওই আতাতকারীদের আমি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই। আমি জানি প্রিয় মানুষেরা, তোমরা বুঝে গেছো কারা সেই আতাতকারী...! আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না***জয় বাংলা*** ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।