আমাদের কথা খুঁজে নিন

   

ইতি: হয়ত তোমারই সুমনা

পরাঞ্জয়ী...

শুভ্র তোমায় শেষ কবে লিখেছিলাম মনে আছে? আমিও ভুলে গেছি। আমি এও ভুলে গেছি শেষবার কবে বলেছিলে "ভালবাসি" কিংবা শেষবার কবে আমার কপালে ভীষণ স্নেহের একটা সীলমোহর এঁকেছিলে! কেমন আছ? জানি তোমার মত বাড়াবাড়ি রকম বাস্তববাদী মানুষ মন্দ থাকতেই পারেনা। শুধু ভেবেই পাইনা, আমরা মিলব কেমন করে। যদিও চাওয়ার পরিমাণ আমার দিন দিন কমছে বৈ কি! জানো আমি চাই কেউ একজন বলুক-"আমার যা কিছু সব তোমার"। কিংবা নিত্য দিন যাপনে বলুক " বলতো জান এমনটি করলে কেমন হবে?"।

যদিও তুমি জানো তুমি যাই কর তাতেই আমার সম্মতি থাকে! মনটা ভীষণ চায় কেউ একজন আমার অপেক্ষায় থাক......... সে যদি হয় অনন্তকালের জন্য তবুও.......... আমার খুব ইচ্ছে করে কারও গলা জড়িয়ে বলি "আমায় ছেড়ে কোত্থাও যাবেনা, ঠ্যাং ভেঙ্গে দিব!" কেউ হেসে জবাব দিক " কোথায় যাব পাগলী? এক জীবনে তুমি ছাড়া আমার কিইবা চাওয়ার আছে!" আমি খুশি হব, ভীষণ খুশি................কত্তদিন আমি খুশি ছোট্ট খুকির মত লাফাই না!! রোজ সকালে ঘুম ভেঙ্গে যখন রাস্তার দিকে তাকিয়ে থাকি, দেখি অসংখ্য বাস ছুটে চলেছে তার গন্তব্যে। নিউ-ভিশন,উৎসব আরও কত কি! যেন ইউনিফর্ম পরে আছে বাসগুলো! আমার খুব ইচ্ছে করে ঐ রাস্তার কোণটাতে যেখানে রোজ ছাই রঙের অফিস বাসটা দাঁড়িয়ে থাকে ওটাতে ওঠার সময় কেউ একজন পেছন ফিরে মিষ্টি করে হেসে বিদায় নিক! আমার খুব ইচ্ছে করে অফিস যাবার আগে কেউ টাই বাঁধতে গিয়ে খুব করে হিমসিম খাক, তারপর আমার কোমর জড়িয়ে বলুক "বেঁধে দাও না, আজকের মত!" আমার খুব ইচ্ছে করে সম্পর্কের ঘনত্ব যখন বাড়তে থাকে তখন রান্নাঘর থেকে কেউ ডাক দিক "বৌমা এদিকে এসো তো.......। " আমি হেসে উঠে যাব, তুমি রাগে গর গর করবে............আমি চাই কারও বাবা মা ভাই বোন কে সময় দিতে গিয়ে তাকে ভীষণ অবহেলা করতে!! আমাকে পাবার তেষ্টায় যেন কেউ বুক ফেঁটে মরে!!! ভাবছো ভীষণ কল্পনাবিলাসী আমি? তা হবে হয়তবা। আমি জানি আমি ভীষণ সেকেলে, একবারে তোমার উল্টো। তাই তো তুমি আমার কাছে বহুগামিতার অনুমতি নিতে পারো।

ভেবেও দেখনা, আমার বুক ভেঙ্গে যায়, আমার পাঁজরে চিড় ধরে। আমি লুকিয়ে কাঁদি। তোমাকে বোঝাতে পারিনা সম্পর্কের সততা কোনদিন অনুমতির অপেক্ষায় থাকেনা। সে আপন তাড়নায় নিজের জায়গা করে নেয় সম্পর্কের মাঝে। জানি তোমার আধুনিকতার সংজ্ঞা এটুকু দেখতেই পায়নি।

তবে আমি এও জানি তোমার বাস্তববাদীতা, তোমার আধুনিকতা একদিন তোমারই সামনে বিরাট এক প্রশ্নবোধক চিহ্নের রুপ নেবে! সেদিন এসো আমার কাছে............আমি ফিরিয়ে দেবনা। আমি যে তোমার ফেরার আসায় পথের কোলে কোল পেতে বসে থাকব আজীবন! শুভ্র, তোমাকে ভালবাসি বলেই তোমার সকল ভ্রান্তি আমি ছেলেমানুষি বলে মেনে নিতে পারি অনায়াসে। তোমার দেয়া আঘাতগুলো অন্তর‌তম করে গুছিয়ে রাখি যত্ন করে! তুমি আমার হবেনা জেনেই বাঁধন ছেড়ে দিয়েছি...........যদি ফিরে আসো! আমি স্থির চোখে তাকিয়ে থাকি তোমার একটু একটু করে দূরে সরে যাওয়ার দিকে। তবুও তোমার নিশ্বাসে খুঁজি সেই বিষ, তোমার আদরে খুঁজি সেই ভয়াল ছোবল...............। পাইনা।

শুধু শপ শপ করে আঘাতের আওয়াজ শুনি টান পিঠে। তোমার কি মায়া হয় না শুভ্র? একটা সময় তো এমন ছিল আমার কিছু হলে অস্থিরতায় ঘুম হত না তোমার? সবই কি তবে অসময়ের সাময়িক মোহ ছিল? জানি আমার কোন প্রশ্নের জবাব নেই তোমার কাছে। তবুও ভালবাসি তোমায়। অভিমানের মুখে আগুন! তোমার প্রতি অভিমানও নেই আমার। শুধুই ভালোবাসি।

এতটাই ভালবাসি যে চলে যাবে জেনেও ভালবাসি.............. ভালো থেক.............. ইতি (হয়ত তোমারই) সুমনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।