আমাদের কথা খুঁজে নিন

   

এই সব ভারতীয় ব্লগার রা সামুতে উদ্ধত আচরনের সাহস পায় কি ভাবে?

সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,

কয়েকদিন আগে একটা পোস্ট দিছিলাম। ফালানীকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে সেই পোস্টে সকলেই সেই হত্যাকান্ডের নিন্দা করেছে। আজকে এক ভারতীয় নাগরীক/ ব্লগার সেই পোস্টে এসে অদ্ভুদ সব কথা বলে গেল। সে ওই দেশে মাইগ্রেট দের বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী বলেছে।

আরো অনেক হাস্যকর কমেন্ট করেছে। কমেন্ট পড়েই মাথায় রক্ত উঠে গেলো। আচ্ছা সেই ইন্ডিয়ান টা কি জানে পার্টিশন কি ভাবে হয়েছিলো? ব্রিটিশ পার্টিশনে মাইগ্রেট বা স্থানান্তরিতদের কুটনৈতিক আর রাজনৈতিক দৃস্টি ভঙ্গী? কারা কিভাবে ভারত-পশ্চিমপাক-পুর্ব পাক-বার্মা কিসের সাথে তুলনায় হয়েছিলো। কে কিভাবে ট্রান্সফার হয়েছে এক ভুখন্ডে? নিজের দেশের রাস্ট্রিয় সন্ত্রাসের কথা বেমালুম চেপে গেলো। ভারতীয় উগ্র হিন্দু মৌলবাদীদের কথা চেপে গেলো।

কাস্মীরে নিজেদের জনগনের উপরে ভয়াবহ নির্যাতনের কথা চেপে গেলো। চীনের সাথে বর্ডার সঙ্কটের কথা চেপে গেলো। সিকিমের কথা চেপে গেলো, শিখদের উপরে অত্যাচারের কথা চেপে গেলো। মাওবাদি, নক্সাল সব কথাই চেপে গেলো। বিএসএফের/র/সামরিক বাহিনীর হাতে অসংখ্য ভারতীয় নাগরীক হত্যার কথা চেপে গেলো।

ভয়ানক জুলুম আর অত্যাচারের কথা চেপে গেলো। উলটা সে আমাকে থ্রেট দিলো ভারত বাংলাদেশ কে দেখে নিবে। ভারতে অবস্থানরত সকল বাংলাদেশি কে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার জন্য। আমি ওই কমেন্টের জবাব দেই নি। আজকে দেখী আপনারা কি জবাব দেন ওই ভারতীয় নাগরিকের কমেন্টের রিপ্লাইয়ে।

ও আচ্ছা আরেকটা কথা ফেলানীর ছবিকে সে ফটোশপের কাজ বলে দাবী করেছে। এই পোস্টের ৪৬ নাম্বার কমেন্ট ঃ দুস্ট পোলা। Click This Link এর জবাব আপনারাই দিবেন আশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।