আমি না হয় ভালবেসেই ভুল করেছি, ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতায় খুন করেছি...
বেশ কয়েক মাস কোথাও বেড়াতে বের হই নি। শেষ পর্যন্ত এই ধারাবাহিকতার অবসান ঘটল। বেড়াতে গেলাম। গন্তব্য সি ইউ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ দেশের মোটামুটি আলোচিত বিশ্ববিদ্যালয়গুলোর একটি। তবে অধিকাংশ ক্ষেত্রে আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে 'অসাধারণ' কিছু 'অনাকাঙ্ক্ষিত' ঘটনার জন্য। এ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই নানা গোলযোগ হয়। সম্মানিত ছাত্রনেতা-ক্যাডাররা তাদের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ মাঝে মাঝে একজন দুজনকে নদীর ওপাড়ে পাঠিয়ে দেন, কখনো বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কোন হতভাগা ছাত্র কাটা পড়ে, আবার কখনো ভিসি'র কোন উচিত কিংবা অনুচিত সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ অথবা 'অসাধারণ' ছাত্রছাত্রীরা ক্যাম্পাসকে রণক্ষেত্রে পরিণত করে।
অসাধারণ কীর্তির জন্য এ বিশ্ববিদ্যালয়ের নামডাক আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ ক্ষেত্র তা এখন কুকীর্তি।
পট পরিবর্তন হয়েছে খুব ধীরে ধীরে। এমন সময়ও ছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপরই সবাই এই বিশ্ববিদ্যালয়টিকে প্রাধান্য দিত। এখন সেই দিন নেই।
সময় ভিন্ন, পরিস্থিতি ভিন্ন এবং পারিপার্শ্বকতাও ভিন্ন। তবে এগুলোর কোনটাই অনুকূলে নেই, সবই প্রতিকূলে।
যাই হোক, বন্ধু রাতুল মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা ঢুকিয়ে দিল। প্রতিষ্ঠানটির রূপসুধার কথা আগেই শুনেছিলাম। রাজি হয়ে গেলাম তিন চার বাক্যে।
আরো পাঁচজন বন্ধুকে নিয়ে আমরা মোট সাতজন তৈরি হলাম একটি দিন ভিন্ন পরিবেশে কাটানোর জন্য। আমাদের গাইড হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির একজন ছাত্রী এবং আমাদের বড় আপু।
গেলাম। দেখলাম। মুগ্ধ হলাম।
Went, saw, surprised.
নিচে কিছু ছবি দিলাম। ভাল লাগার কথা।
শাটল ট্রেনে যাওয়ার সময় এ কার্টুনটা দেখলাম ট্রেনের দেয়ালে আটকানো
[ছবি: ফারহান জাহিন]
ট্রেনের ভিতর
বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার মাধ্যম
দোকানটা মামার!
[ছবি: এমদাদ হোসেন]
এটা আবার ভাগিনার!
[ছবি: এমদাদ হোসেন]
সৌধটা দেখে চমৎকার লাগল
সুন্দর না?
ডিবেটিং সোসাইটির কার্যালয়
স্মৃতিসৌধ
মসৃণ পথ
ঝুলন্ত সেতু
[ছবি: মুনতাহা মহী]
রিকশায়
বিশ্ববিদ্যালয়ের প্যাগোডা
প্যাগোডার মূর্তি
[ছবি: সাইফুদ্দিন জুনায়েদ]
আমরা ক'জন
[ছবি: মুনতাহা মহী]
দেখে দু:খ পেলাম
ছবির ব্যাকগ্রাউন্ডটা মুগ্ধ হওয়ার মতো
[ছবি: এমদাদ হোসেন]
সর্বশেষ গন্ডগোলের নিদর্শন: আইটি ফ্যাকল্টি
[ছবি: সাইফুদ্দিন জুনায়েদ]
আরো কিছু নিদর্শন
[ছবি: সাইফুদ্দিন জুনায়েদ]
সম্ভবত নবাবী আমলের কামান: জাদুঘর থেকে
কষ্টিপাথরের মূর্তি হতে পারে: জাদুঘর থেকে
সৌন্দর্য
ইমদাদুল হক মিলনের সাথে দেখা
সবুজ সুন্দর...
রাস্তা, পাহাড়, আকাশ- সুন্দর কম্বিনেশন
চলন্ত ট্রেনে
ফিরতি পথে ট্রেনের ভিতর
এতটুকুই থাক। আরো ছবি ছিল। কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে।
যাই হোক, ভাল থাকুন, ভাল রাখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।