আমাদের কথা খুঁজে নিন

   

আশা করা কি অন্যায় হবে আমার ?



আমরা কবে যে দেখতে পাব আমাদের নেতাদের চরিত্র হবে ফুলের মত পবিত্র । এই যুগে কথাটায় খানিকটা হাসির খোরাক হলেও আসলে ই তো আমরা সেইরকম দেখতে চাই । আমাদের এই চাওয়াটা একদিন পুরন হবেই । এক সময় এই দেশে যারা রাজনীতি করতো তাদের ব্যাক গ্রাউন্ড খুব ই ভালো ছিলো। হয় জমিদার ফ্যামিলী না হয় ভালো শিক্ষিত ফ্যামিলী ।

কিন্ত এখন যে সব নেতা তাদের ব্যাক গ্রাউন্ড কেমন? ভালোনা হয়ত। ভালো হলেও এখন যে রাজনীতি কালচার তাতে ভালো নেতা হবার সুযোগ নেই । তার উপর পারিবারিক রাজনীতি, তেল মরদন রাজনীতি শেষ করে দিচ্ছে সব। মানুষ যতদিন বাচবে রাজনীতি ততদিন বাচবে তাই আমাদের কোয়ালিটি রাজনীতি উপহার দেবার ব্যবস্থা করতে হবে। কিভাবে ? কিভাবে ? সে প্রশ্ন আমার ও।

হ্যা আসলে যুবকদের এগিয়ে আসতেই হবে। জবাব দিহিতা-আইন ব্যবস্থা নিশ্চিত সহ রাজনীতিতে দুরব্রিত্তায়ন –টেন্ডারবাজি বন্দ করতে হবেই। আসলেই সব্বাই কেবল চায় কিছু টু-পাইস কামাতে। যে দিন থেকে নিরলোভ মানুষ রাজনীতিতে আসবে সেদিন থেকে এই রাজনীতির উন্নতি হবেই, এ আশা করা কি অন্যায় হবে আমার ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।