যতদিন বাঁচি, বাঁচাতে চাই..।
বন্ধুরা, আমি মানসিক এবং শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ্য। আমার মাঝে মাঝেই মনে হয় যখন আমি থাকবনা, তখন সময়টা কেমন হবে?? সেই জন্যেই এই লেখার অবতারনা। আমার লেখা পড়ে বিভ্রান্ত হবার কিছু নেই, আমি সব্বাইকে খুব ভালবাসি, আরও অনেকদিন একসাথে থেকে মনের মাঝে সুখস্মৃতির পাহাড় জমাতে চাই। তবুও জানতে ইচ্ছা হয় আমি যখন থাকবনা, তখন কে কী করবে, ভাববে...
একদিন, ঘুম ভাঙা ভোরে,
কিংবা অ্যালার্ম বাজা সকালে অথবা রোদ্রতপ্ত দুপুরে
কিংবা বিষণ্ণ বিকেলে--
শোনা যাবে আমি নেই,
পাখিদের নীড়ে ফেরা সন্ধায়-
অমাবস্যার আঁধারে শোনা যাবে,
চলে গেছি আমি।
।
সেই থেকে কেউ আর জানতে চাইবে না,
কী দিয়ে ভাত খেলাম,
কি মেনু ছিল বিকেলের নাস্তায়
পরীক্ষার কেমন প্রস্তুতি নিলাম......।
কেউ জানতে চাইবে না আমি কেমন আছি...
কেউ জিজ্ঞাসা করবে না আমার মন খারাপ কী না
কেউ ফোন করে শুনবেনা আগামিকাল ক্লাশের খবর কী
অনেক রাত্রে বাইরে হাঁটতে যাবার জন্যে বলবে না
ক্লাসের আগে ঘুম ভাঙানোর কাতর অনুরোধ করবে না কেউ
আর আমাকে বিরক্ত করবে না কেউ,
একথা ওকথা বলে রাগাবে না কেউ
রাজনীতি, শিক্ষানীতি নিয়ে সারারাত আলাপ হবে না কারো সাথে
কেউ আমাকে ফোন করে জানতে চাইবে না তার ''সে'' র খবর কী
কেউ আর আমার পাগলামি দেখে প্রশ্রয়ের হাসি হাসবে না
কারন?? তখন আমি থাকব না। ।
কাউকে আর বলব না '' আমার মন খারাপ''
মেজাজ খারাপ করে চুপ করে বসে থাকব না আর,
ঠাণ্ডা ঝগড়া করা হবেনা-
সারাদিন হাবিজাবি প্রসঙ্গে ঘ্যানঘ্যান ও করব না
কখনো আর বলব না চল ছাদে যাই, ঘুরে আসি ফুলার রোড থেকে
কোনোদিন আর পড়া হয়নি বলে পড়িয়ে দিতে বলবনা কাউকে
পড়াশোনা খাওয়াদাওয়ার খোঁজ নেবনা কারও
হৈ চৈ করে ক্লাসরুম মাথায় তোলা হবে না
কাউকে জিজ্ঞাসা করা হবে না তার প্রেমের কতদূর...।
হঠাৎ করে ঘুরতে যাবনা কোথাও,
আশেপাশের মানুষ গুলোকে তিতিবিরক্ত ও আর করব না
প্রচণ্ড ব্যাস্ততার সময়ও দলবেঁধে খেতে যাওয়া হবেনা বাইরে
চরম অভিমানে মুখ কালো করে ঘুরে বেড়াব না আর
অথবা হাসাহাসি লাফালাফিতে সবাইকে মজা দেয়া হবে না...।
কারন আমি থাকব না।
অনেক কিছুই করতে পারবনা তখন।
আফসোস নেই...।
শুধু আফসোস- প্রিয় কিছু মানুষকে বলা হলনা-ভালবাসি
কিছু মানুষকে বুকে জড়িয়ে চোখের জল আটকানোর দরকার হবেনা আর।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।