আমাদের কথা খুঁজে নিন

   

আটক ভারতীয় তীর্থযাত্রীদের ফেরত দিল বিজিবি

২৫ তীর্থযাত্রীসহ ২৭ জনকে সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কমান্ডার সুবেদার খাদেমুল ইসলাম বলেন, বিকালে ভারতের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ময়নাগুড়ি থানার ইসকন সংঘের তীর্থযাত্রীদের নিয়ে একটি মিনিবাস ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট দিয়ে বেপরোয়া গতিতে বাংলাদেশের ২০০ গজ ভেতরে চলে আসে।
এ সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাসের চালক ও হেলপার ছাড়া বাকি সকলেই কলেজ শিক্ষার্থী।   
খবর পেয়ে আটককৃতদের ফেরত ও পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিজিবিকে চিঠি দেয় বিএসএফ।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়।
কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওসি বিশ্বাশ্রেয় সরকার বলেন, বিএসএফ মিনিবাসটির চালকসহ হেলপারের বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা করেছে। তাদেরকে আটক করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।