আমি একজন পাঠক দেশ জুড়ে জামায়াত-শিবিরের সহিংসতায় প্রাণ গেছে অসংখ্য মানুষের। কেউ কেউ বলছেন, এ সংখ্যা ৩৭, কারো মতে, ৪৪, কারো মতে ৩৩ আবার কারো কারো মতে অর্ধশত ছাড়িয়ে গেছে। একাত্তরে বাংলার মহাকাব্যিক মুক্তি সংগ্রাম চলাকালে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন ওরপে দেল রাজাকারের ফাঁসির আদেশ হওয়ার পর পরই তান্ডব শুরু করে জামায়াত শিবির কর্মীরা। ঠাকুরগাঁও, গাইবান্ধা, সাতক্ষীরা, নােটার, বগুরা, রংপুর, নোয়াখালী, লোহাগড়া-সাতকানিয়া, কক্সবাজার, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন জেলা-উপজেলা শহরে ব্যাপক হামলা চালিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠে একাত্তরের চেহারায়। বাদ যায়নি হিন্দু পরিবারও। চট্টগ্রামের বাঁশখালি এবং নোয়াখালীতে হিন্দু বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।