আমাদের কথা খুঁজে নিন

   

দুই শেয়ালের গল্প

সাধারন মানুষ
রাত দুপুরে একটা শেয়াল ডাকলো হেঁকে হুক্কা হুয়া পাশের শেয়াল ঘুমিয়ে ছিল বলবো উঠে কেয়া হুয়া পয়লা শেয়াল বললো তখন দেখে এলাম পাল বাবুদদের মুরগি রাখার খুপি খানি হাট করে দোর খোলা ফের লাফিয়ে বলে পাশের শেয়াল আভি হামি যাতা হ্যায় পয়লা শেয়াল বললো তাকে লেকিন বঁহা কুত্তা হ্যায় চলনা ইয়ার ঘুরেই আসি বললো আবার পাশের শেয়াল পায়ে পায়ে গিয়ে দেখে কুকুর যেন মস্ত দেয়াল দ্বিতীয় শিয়াল হামা দিয়ে একটু গেল যেই এগিয়ে কুত্তা খানা ছুট্রে এসে ধরলো পায়ে কামড দিয়ে তাইনা দেখে পয়লা শেয়াল লাপটি দিয়ে ছুটলো বেগে অতি লোবে তাঁতি মরে পিছু ফিরে বললো রেগে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।