আমাদের কথা খুঁজে নিন

   

The mighty Travian Empire

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

এইজ অফ এম্পয়ারস ১ ২ ৩ সব পর্বই ছোটকাল থেকে খেলে আসছি । বলতে গেলে যখন ইংরেজী তেমন বুঝিও না কিংবা কম্পিউটারের ক ও বুঝতাম না ! প্রথম যখন AOE গেইম এর সাথে পরিচয় তখন থেকে শুধু দেখে দেখেই শিখার চেষ্টা করতাম । আমার এক বন্ধু খেলত বসে বসে । আমিও সুযোগে দুই কি তিনটা মাউসে টিপ দিতাম । সেই যে শুরু করেছি ।

তার আর শেষই হচ্ছে না । এর মধ্যে আর টি এস স্ট্রেটেজি ট্রাভিয়ান এর জনপ্রিয়তা পাচ্ছে । তাই তাতে যোগ দিলাম । যদিও এর সাথে এ ও ই গেইম এর তুলনা দেওয়া ঠিক না । তবে খুশির খবর হল এই বছরের শেষের দিকে এ ও ই এর আর টি এস অনলাইন আসবে ।

ইতিমধ্যে বেটা বিতরণ শুরু হয়ে গিয়েছে । আমিও রেজি: করেছি । এটি অবশ্য ট্রাভিয়ান থেকে অনেক উন্নত । যদিও এখানে জাতি বলতে একটাই । http://www.ageofempiresonline.com/ আমি আর টি এল এর কঠিন ভক্ত ।

এইজ অফ এম্পায়ারস থ্রি এর তিনটি পর্বই কিনেছি । অনলাইনেই খেলি তবে তা ১ কি ২ ঘন্টার পর শেষ হয়ে যায় । আমার সেখানে BDAT দি ফ্রিডম ফাইটার নামে মোটামোটি শক্তিশালী গ্রুপ আছে । যদিও সেটা আর টি এস অনলাইনের মত একটিভ নয় । এ ও ই অনলাইন আসার আগ পর্যন্ত ট্রাভিয়ানের সাথেই কাটাতে চাচ্ছি ।

সেই উদ্দেশ্যে দল গঠন করব । একই নামে BDAT clan আর যারা বাংলাদেশী খেলেন তারা একটু হাত তুলে আই ডি দিবেন । rifathussain হল আমারটা যদিও সবাই অন্যান্য গ্রুপের সাথে জড়িত । ইচ্ছা আছে এটাকে ৬ মাসে সুপার পাওয়ার করব । প্রতিদিন নতুন নতুন আপডেট যোগ হবে ।

সুতরাং আমাকে ঠেকায় কে? কিন্তু একদিক দিয়ে এটা অপচ্ছন্দও করি এটা হল প্রিমিয়াম বা গোল্ড ব্যাপার নিয়ে । যাতে টাকার বিনিময়ে অনেক আপগ্রেড পেয়ে থাকে । যেসব পুলাপান সোনার পাতিলের খাবার খায়, ওদের সাথে পেরে উঠা কঠিন হবে বৈকি । যদি গোল্ড মেম্বারশিপ থাকত তাহলে বুঝতাম ঠিক আছে । কিন্তু এটা তো নন স্টপ টাকা খেতেই থাকবে ।

যদি একবার গোল্ড প‌্যাকেজ কিন্তে পারতাম তাহলে সমস্যা ছিল না । যাই হোক আশা করি এ ও ই অনলাইন এইরকম ফাইজলামী করবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।