আমাদের কথা খুঁজে নিন

   

“বন্ধুর চাপে শত্রু ক্ষমা বুদ্ধিদীপ্ত পদক্ষ্যাপ নয়” !! প্রপাগান্ডায় কান দিবেন না, যুদ্ধ শেষ হয় নাই ।

এই কিছুক্ষন আগে মদ্ধপ্রাচ্চের এক দেশ থেকে আমার বন্ধুর ফোন আসলো। দারুন খুশি সে “রাজাকার দেলু” আজ ফাঁসির কাস্টে। কিন্তু সাথে সাথে মারাত্মক চিন্তিত “রাজাকারের দোসর” প্রায় প্রতিটি দেশেই বেশ তৎপর। নানাবিধ চক্রান্ত ও প্রপাগান্ডা চালাচ্ছে এবং সেইসব দেশের সরকারের মধ্যে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। পাকিস্তান জামাতের সহযোগী আর আমেরিকা এরুপ কিছু ইসলামিক দল কুকুরের মতন পালে কেননা এটি তাদের বইদেশিক রাজনৈতিক উদ্দেশ্য সাধনের কাজে আসে এবং এরা প্রতি দেশেই আছে।

সুতরাং তাদের আতাত এ আমাদের ভয় পাবার কিছুই নেই। আইএসআই আর সিআইএ এবং এদের মিডিয়া আমাদের প্রতি নিয়তই চেস্তায় থাকবে। প্রস্ন হল এই অবস্থায় আমাদের করনিয় কি ? প্রথম উপায় হল পররাষ্ট্র নীতিতে আরও শক্ত অবস্থান নেয়। এইখানে কথা হল আমাদের পররাষ্ট্র মন্ত্রী যিনি তার পররাষ্ট্র নীতি নিয়ে নতুন করে আলোচনা করে লাভ নাই তিনি এই সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রির মধ্যে একজন এবং তার প্রতি অবিচার করা হবে এরকম আশা করা যে আমাদের দেশের অবস্থান ক্লিয়ার করা। সুতরাং এই উপায় নাই।

এবার আসুন এটাকিং অবস্থানের কথা বলি । শত নেগেটিভ যুক্তি থাকলেও আজকে কিন্তু আমাদের অবস্থান আর মেজর জিয়াউর রহমান অবস্থানে নাই যেই সময় অনেক কথাই তাকে শুনতে হয়েছে রাখতে হয়েছে চাপে পরে বা নিজ উদ্যোগে ওই আরবিয়দের আর পাকিস্তানিদের খুশি করতে। আজ কিন্তু ত্রানের বা যাকাতের টাকায় দেশ চলে না ,আজকে আমাদের প্রধানমন্ত্রী দুঃসাহস করে হলেও বলতে পারে যে আমরাই করবো পদ্মা সেতু, হতে পারে সেটির বাস্তবতা যৎসামান্যই। সুতরাং ওই বন্ধুদের কে দুই একটি শক্ত কথা বললেও আমার মনে আমাদের অবস্থান নিচের দিকে নামার কোন সম্ভাবনা নাই। এইবার আসুন রাশিয়া আর চীন এর সাথে এখনকার দিনে আমাদের যেই সম্পর্ক আমার মনে হয় না ওই কুচক্রী আমেরিকার চিন্তা করার কোন কারন আছে।

ফারস্ট লেট দেম হেনডেল ইরান । সো এদের নিয়ে চিন্তার বিশেষ কিছু আছে বলে মনে করছি না। তবে তারা মানে জামাত যেটি করে যে তারা এই বন্ধুদেরকে উৎসাহ দেয় আর সেই তথ্য আমাদের দেশে ইনিয়ে বিনিয়ে প্রকাশ করে তখন আমাদের আলা ভোলা মানুষ গুলি ভাবে হায়রে আমি মনে হয় আর সৌদি আরব যাইতে পারুম না বা ওই দেশ থেকে আমাদের মানুষ পাঠিয়েও দিবে। এইসব কথা বার্তা। ভাইরে ওই সব দেশ আমরাই চালাই আর আমরাই চালামু কারন ওরা মূর্খ।

এখন ওই চিন্তা না কইরা এমন চিন্তা করেন কেমনে নিজেদেরকে উন্নত করন যায় যাতে তাদেরকেই এই ভুমিতে আসতে হয় আমাদেরকেই নিতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।