সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
তুমি কি সন্ন্যাসী হইবে না? গৃহত্যাগী? তোমার স্ত্রী পুত্র সংসার?
তোমার এ জীবন! তোমার বেঁচে থাকা? অর্থহীন! কেন এখনও
মরে যাই নি কেন, মৃত্যু নয়? আত্মহত্যার স্পৃহা প্রবল থেকে প্রবলতর।
পারি না। যন্ত্রণা থেকে নরক। নরক থেকে চোখ পড়লে মৃত্যুবিন্দু,
চারধারে হতাহত লক্ষ মানুষ, পচা গন্ধ, শেয়ালের মাংসছেঁড়া
উল্লাস, শকুনের আহ্লাদী শিহরণ। কে যেন আড়ালে
বলে, তুই মর তুই মর ষড়জ! ষড়জ তুই মর! মর শালা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।