আমাদের কথা খুঁজে নিন

   

পথ, তোমার বিমুগ্ধ বৈরাগ্যে গড়িয়ে চলে ধুলোর মুসাফির

শেষ বলে কিছু নেই

এখানে অগ্নিজল এখানে বিভ্রম এখানে শয়ান এখানে বৃক্ষতল পুড়ছে হরিৎ ডুবছে ঘুম ডুবে যেতে যেতে হিম চুম্বন, নীল অমা, দগ্ধচাঁদ একটা সিঁড়ি নেমে গেছে তীব্র খাদে, কী অতল! অতল, তোমায় লিখবে বলে- খাতাকলম অতল, তোমায় আঁকবে বলে- রং ও তুলি ইজেলের পাশে একশ’ বছর পড়ে আছে ডানাভাঙা প্রহর এখানে ক্ষয়দৃষ্টি এখানে ভ‎গ্নদৃশ্য এখানে শব এখানে শর এখানে শরশয্যায় শুয়ে আছে বিষম বায়ুবেগ, ঝড়! ...ভাবাবেগ থেকে জন্ম নেয় মেঘ, ডিঙোয় পাহাড় এখানে আস্ত পাহাড় অবলীলায় বুকে বেঁধে রাখা যায় আর পাথরের চোখ থেকে বেরিয়ে আসে একসমুদ্র জল এখানে ছল এখানে ছলাৎছল এখানে পদচ্ছাপ এখানে কালক্ষত ক্ষতের উপর লাফিয়ে পড়ে জলপ্রপাত, জন্ম নেয় নদী ও ঘৃণা; নদীর পাড়ে শুয়ে থাকে পথ ও পলল... পলল, তোমায় মাথায় তুলে তাকধিনাধিন জীবন মাতাল পথ, তোমার বিমুগ্ধ বৈরাগ্যে গড়িয়ে চলে ধুলোর মুসাফির এখানে শূন্যতা এখানে অন্বেষণ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।