বাঙলা কবিতা
গীতাঞ্জলি-৪৬
---------------
আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব,
তোমার চরণ ধুলায়-ধুলায় ধূসর হব।
কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ,
চিরজনম এমন ক'রে ভুলিয়ো নাকো,
অসম্মানে আনো টেনে পায়ে তব।
তোমার চরণ ধুলায়-ধুলায় ধূসর হব।
আমি তোমার যাত্রীদলের রব পিছে,
স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।
প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে,
আমি কিছুই চাইবো না তো, রইবো চেয়ে___
সবার শেষে বাকি যা রয় তাহাই লব।
তোমার চরণ ধুলায়-ধুলায় ধূসর হব।
____________
শান্তিনিকেতন
১০ পৌষ, ১৩১৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।