আমাদের কথা খুঁজে নিন

   

দুই নেত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ কার্ডের মাধ্যমে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন গতকাল বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তার সহকারী একান্ত সচিব সুরুতুজ্জামানের কাছে পেঁৗছে দেন। এরপর দুপুর দেড়টায় বিরোধীদলীয় নেতার ঈদ কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার প্রটোকল অফিসারের কাছে পেঁৗছে দেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব। দীর্ঘদিন দুই নেত্রীর মুখোমুখি সাক্ষাৎ না হলেও প্রতি ঈদের আগে তারা কার্ড পাঠিয়ে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ওমরাহ পালনের জন্য বর্তমানে মক্কায় অবস্থান করছেন। আজ বিকাল পৌনে ৬টায় তার দেশে ফেরার কথা রয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।