আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি বই পোকা!!

------ আপনি কি বই পোকা!! প্রকাশিত হয়েছে নেত্রকোনার লেখক হামিদুর রহমানের লেখা "জীবনবৃত্তে"। নেত্রকোনা জেলার বিভিন্ন জনপদের সংস্কৃতিবান মানুষদের নিয়ে লেখা একটি আত্নজৈবনিক দুর্লভ প্রকাশনা। সুদৃশ্য মলাটের বইটি প্রকাশ করেছে "নান্দনিক প্রকাশনী"। ''.....হামিদুর রহমানের "জীবনবৃত্তে" বন্দী হয়েছে আমাদের পেছনে ফেলে-আসা শতবর্ষের সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংগ্রামের স্ফটিকস্বচ্ছ জলছবি। " -কবি নির্মলেন্দু গুণ।

বইপোকা মানুষরা সংগ্রহ করতে পারেন এক নি:শ্বাসে পড়ে ফেলার মতো দারুন একটি বই। বইটির প্রাপ্তস্হান: ঢাকা: নান্দনিক ৭৫-৭৮ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাটাবন, ঢাকা-১২০৫ নেত্রকোনা: রুপক লাইব্রেরী, তেরীবাজার, নেত্রকোনা। হাসেমিয়া লাইব্রেরী, ছোট বাজার, নেত্রকোনা। ভ্যারাইটিজ স্টোর, ছোট বাজার, নেত্রকোনা। পপুলার লাইব্রেরী, তেরীবাজার, নেত্রকোনা।

আটপাড়া: খান লাইব্রেরী, ব্রুজের বাজার, আটপাড়া, নেত্রকোনা। মা ডিজিটাল স্টুডিও, উপজেলা পরিষদ সংলগ্ন, আটপাড়া, নেত্রকোনা। অনলাইন: এছাড়া রকমারি ডট কম থেকেও(http://www.rokomari.com/book/60789) অনলাইনে অর্ডার করে ঘরে বসেই বইটি পেতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।