সত্য অথবা মিথ্যা দুটোই হতে পারে। বিশ্বাস করা আর না করা আপনার ব্যপার।
আমার গল্পর বই পরতে ভাল লাগে। শুধু ভাল লাগে না খুব ভাল লাগে। আমি ছোট থেকেই প্রচুর বই পরি।
এত ছোট থেকে যে তখন বুঝটামও না যে আসলে বইতে কি বোঝাতে চাইছে। শুরু করেছি চাচা চৌধুরি দিয়ে, এরপর হুমায়ুন, জাফর ইকবাল, সুনিল, শীর্ষেন্ধু, মাসুদ রানা, অনুবাদ, সমরেশ ইত্যাদি কিছুই বাদ দেইনি। লেখাপড়া যতনা করেছি তার বেশি বই পরি। আমার ভাইয়ার কারনে এই অভ্যাস। ভাইয়া ব্যস্ততার কারনে আর বই পরে না।
আমার ভাইয়া আমার সব বই কিনে দিত, এখনও দেয়। যতবার বই দেয় তার সাথে কিছু বকাও ফ্রি দিয়ে দেয়। আমি আমার জীবনে প্রায় সব বকা পেয়েছি বই মানে গল্পের বই এর কারনে। আমার সাথে সব সময় কোন না কোন বই থাকে। এখনতো অনলাইনেই প্রচুর বই পড়া যায়।
ক্লাস এমনকি পরিক্ষার আগের রাতেও আমার গল্পের বই ছাড়া চলেইনা। অনেকেই বলে এটা নাকি আমার রোগ। হতেও পারে।
এখনো পড়ছি '' দ্য ভার্জিন অব দ্য সান'' বইটি। খারাপ না, ভালই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।