আমি এক জন সাধারন মানুষ
ধূমপান বিষ পান
সকলেই জানি,
ধূমপানে বিষপান
ক’জনে মানি!
কেউ বলে ধূমপান
কমায় টেনশন,
কেউ বলে ধূমপান
এ যুগের ফ্যাশন।
কমায় টেনশান অথবা ফ্যাশন
কোনটাই নয়।
বদ অভ্যাস এমনিই
জীবন খেয়ে লয়।
সিগারেট বহন করে
বিষাক্ত নিকোটিন
এতে নেই খাদ্যমান
আমিষ বা প্রোটিন!
ধোয়া একটা বাজে জিনিস
পরিবেশ দূষণ করে
ধুম পায়ীরা অবশেষে
ক্যান্সারে মরে!
নেশার কাজে মস্তিস্কের
বিকৃতি ঘটানো
মন্দ কে ভালো বলে
জীবন কে ঠকানো!
বলি একটাই জীবন
নিজেকে ভালোবাসো
নেশা মুক্ত পরিবেশে
প্রাণ খুলে হাঁসো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।