রাজশাহী এবং রংপুর বিভাগের ৭২ টি পৌরসভার নির্বাচনের সবকয়টি আসনের ফলাফল পাওয়া গেছে। অনলাইন পত্রিকা 'শীর্ষনিউজ' অনুযায়ী বি এন পি মনোনীত মেয়র প্রার্থী জয়ি হয়েছে ৩২ টি, আওয়ামী লীগের ১৯ টি, জামাতের ৫ টি, জাপা র ১টি এবং স্বতন্ত্রের ১৫টি (:-O)। অর্থ্যাত, ৪ দলীয় জোট পেয়েছে ৩৭ টি, মহাজোট ২০ টি। এইজন্যে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বি এন পি জোট আজ উত্তরাঞ্চল জয় করেছে। @};- @};- উল্লেখযোগ্য ব্যাপার হলো যে বেশিরভাগ বড় পৌরসাভাগুলোতে (যেমনঃ নাটোর, পাবনা, ঈশ্বরদি ইত্যাদি) বি এন পি প্রার্থী জয়ী হয়েছে।
আরেকটি তথ্য অনুসারেঃ ৩৩ টিতে পৌরসভায় বিএনপি সমর্থিত,বিএনপি বিদ্রোহী প্রার্থী ৪টিতে । ১৮টিতে আওয়ামী লীগ সমর্থিত,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৬টি । ৫টিতে জামায়াত সমর্থিত, ৫টিতে স্বতন্ত্র ও ১টিতে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। তাহলে হিসেব করলেঃ
বি এন পিঃ ৩৩ + ৪ =৩৭
আওয়ামী লীগঃ ১৮+৬=২৪
এবং জোট হিসেবে
চার দলীয় জোটঃ ৩৭+৫=৪২
মহাজোটঃ ২৪+১=২৫
আজকের নির্বাচনে নির্বাচন কমিশনার যথেষ্ট পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ স্বভাবসুলভ কিছু ঝামেলা করার চেষ্টা করেছে কিন্তু সুবিধা করতে পারেনি।
বি এন পি প্রথার বাহিরে রায় ঘোষনার অনেক আগেই 'নির্বাচন সুষ্ঠু' হয়েছে বলে মত দিয়ে একটা অনন্য নজীর স্থাপন করেছে। এবং সরকার কে ধন্যবাদ দিতে চাই যে তারা ম্যানিপুলেশনের চেষ্টা চালায়নি এবং আশা থাকবে তাদের সময়কালের কোন নির্বাচনেই তা করবেনা।
চলুন তাকিয়ে থাকি আজকের পৌরসভা গুলোর নির্বাচনের দিকে এবং প্রত্যাশা করি একটি ভালো নির্বাচনের। শুভ রাত্রি:X
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।