আমাদের কথা খুঁজে নিন

   

আহ রে বাংগালী, আহ হারে মানবতাবাদী

সত্যের সন্ধানে নির্ভীক অনেকেই বলছেন- সাঈদি না হয় অপরাধ করেছে, কিন্তু আজকে যে ত্রিশ-বত্রিশ জন মানুষ প্রাণ হারালো তাদের কী অপরাধ? তারা তো একাত্তরে কোন অপরাধ করেননি। তাদেরকে বলছি, আপনার অজ্ঞানতার দায়ভার তো জাতি নেবে না! জাতি আপনাকে পড়াশুনা করার সুযোগ দিয়েছে, জানার ক্ষমতা আপনার আছে। সব জেনেশুনে ডাকাতদের দলে যোগ দিবেন, আর গণপিটুনিতে মারা পড়লে পাবলিকের ঘাড়ে দোষ চাপাবেন, তা তো হবেনা। ফালতু মানবতাবাদ পাকিস্তানে গিয়ে ঝাড়ুন! আপনাদের পিরিত পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে নয়। কাজেই এ দেশের স্বাধীনতার বিরোধিতা করলে এই দেশে আপনাকে মরতে হবে।

বিরোধিতা করতে চাইলে পাকিস্তানে গিয়া করেন। এই হানে এইসবের ভাত নাই, পাকিস্তানের পতাকা নিয়া মিছিল করনের সময় মনে আছিল না? আপনারা বাংলাদেশের পতাকা পুড়ান তখন মনে থাকে না কেন যে বাংলাদেশ স্বাধীন দেশ। আর এখন আসছেন স্বাধীনতা দেখতে। দেশের সাথে বেঈমানি করতে লজ্জা করে না?? আপনার বাবাকে আপনি হত্যা করতে গেলেন। সফল হলেন, আপনার কি দাবী আছে তার রেখে যাওয়া সম্পত্তিতে??? বাবাকে মেড়ে তার সম্পত্তি থেকে ভাগ নিতে লজ্জা করবে না?? বাংলাদেশের স্বাধীনতার বিরোদ্ধে অবস্থান করে, স্বাধীন দেশের সুবিধা ভোগ করতে লজ্জা করে না?? পাকিস্তানে যা, হাজার হোক তোরা সেটাইতো চেয়েছিলি।

বাংলাদেশে তোদের কোন অধিকার থাকতে পারে না। শহীদের দেশে তোদের জায়গা থাকতে পারেনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।