আমাদের কথা খুঁজে নিন

   

ইহা আমি কী দেখিলাম!!!

তোমাদের ভেতর দিয়েই তো সর্বকাল চলে গেছে আমার পথ// এবং সর্বকাল আমি দাঁড়িয়েছি আমি আবার নিয়েছি পথ। বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম তো অনেক কথাই বলল সামহোয়্যার ইন ব্লগ এর বিরুদ্ধে। সামহোয়্যার ইন ব্লগে প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত-শিবিরচক্র। কর্তৃপক্ষের সুযোগ ও প্রশ্রয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে। কিংবা শাহবাগের গণজাগরণ চত্বর নিয়ে অশ্লীল ও বিভ্রান্তমুলক লেখা স্থান পাচ্ছে ব্লগটিতে।

শাহবাগবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর এসব লেখা ব্লগ কর্তৃপক্ষ না সরিয়ে কৌশলে নব্য রাজাকারদের উৎসাহ দিচ্ছেন। হ্যান ত্যান আগডুম বাগডুম। অমি রহমান পিয়াল বললেন, ‘‘সামহোয়্যার ইন ব্লগে মুক্তিযুদ্ধবিরোধী এবং যুদ্ধাপরাধীদের পক্ষে কৌশলে কিছু পোস্ট ও মন্তব্য প্রমোট করা হয়। মুক্তিযুদ্ধবিরোধী এসব পোস্ট এখনও ব্লগটিতে সার্চ দিলে পাওয়া যায়। ’’ আমারব্লগে নোংরা ভাষায় আক্রমন করা হল সামু কর্তৃপক্ষকে।

এখানে দেখুন। তাহলে আমারব্লগে এটা কী দেখা গেলো? লিঙ্ক এখানে। আরও দেখুনঃ এখানে লিংক। আমরা কী এখন এই লেখার জন্য আমারব্লগ কর্তৃপক্ষকে দায়ী করব? আমরা কি বলবো এই লেখা প্রকাশ করে আমারব্লগ সাইদীর ফাঁসির রায়ের বিরোধিতা করছে? না, আমরা তা করবো না! কারণ, আমাদের মাথায় তাদের মতো গোবর পোরা নেই! যাই হোক, সাইদীর ফাঁসির রায়ে আমরা বিজয়ের প্রথম ধাপটি অতিক্রম করলাম। যেতে হবে আরও অনেকদূর।

সবগুলো রাজাকারের ফাঁসি দেখে ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।