অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
[১]
ঈশ্বর খেলার আদ্যোপান্ত জানতেন। কলকাঠি নির্দেশনা তার।
তাই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করে রণে ভঙ্গ দিলাম।
তুচ্ছ মানবেরও আত্মাভিমান রয়েছে পরমেশ্বর বুঝুক এবার।
[২]
সে বহুকাল হলো, মুখ দেখাদেখি স্থগিত রেখেছি আমি আর ঈশ্বর।
যার যার ’ইজম’ সামলাতে দু’জনেই তৎপর।
[৩]
ঈশ্বরে রেখে বিশ্বাস আমি হই যতটা ধন্য,
ঈশ্বরও কি ভক্তি পোষেণ ততটা আমার জন্য?
[রচনাকালঃ ১৩ ডিসেম্বর ২০১০|২৬ ডিসেম্বর ২০১০|২৯ ডিসেম্বর ২০১০]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।