আমাদের কথা খুঁজে নিন

   

হায় কলিজু, ও কলিজু

ভাগাড়ের তেলাপোকা চলল সমুদ্র দেখতে যখন চলবে না মোর লম্বা মেশিন এই লাটে, আসবে না মোর টিয়া উড়ে শর্টকাটে। পুতিয়ে যাবে খেলাধূলা, নেতিয়ে যাব গো; মিটিয়ে দেব জেনা-টেনা, উড়ে যাবে ময়না-টিয়া ঐ বনে -- তখন আমায় নাই বা ফোনে রাখলে, টেবিলমাঝে শুয়ে শুয়ে নাই বা আমায় ডাকলে! যখন থাকবে না তেজ মেশিনখানায়, নাতনিটারে করবে দখল ঠগগুলায়! তখন আমায় নাই বা ফোনে রাখলে, লৈট্টাফিশের সালুন রেঁধে নাই বা আমায় ডাকলে! এখন এমনি করেই হবে ফাঁসি এই দেশে, একাত্তরে আকাম করে এমন করে যাই ফেঁসে; চলবে না পান, চলবে না কাজ বীরবেশে; হায় কলিজু, ও কলিজু, আমার ফাঁসি দ্যাখ্ এসে! যখন চলবে না মোর লম্বা মেশিন এই লাটে, আসবে না মোর টিয়া উড়ে শর্টকাটে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।