আমাদের কথা খুঁজে নিন

   

চাকরির খোঁজে ইংল্যান্ডে ম্যারাডোনা

মো: আরিফুর রহমানবগুড়া

কোচ হিসেবে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিকট ভবিষ্যতে তার যে নেই সেটা আগেই বুঝে নিয়েছিলেন ডিয়াগো ম্যারাডোনা। তাই ক্লাব দল খুঁজে ফিরছেন তিনি। সেক্ষেত্রে তার প্রথম পছন্দ ইংলিশ প্রিমিয়ার লীগ। আগ্রহটা দেখিয়েছিলেন ম্যারাডোনা নিজেই। জানিয়েছিলেন, ইল্যান্ডের ক্লাবগুলো তাকে দারুণ আকর্ষণ করে।

গুরুত্বপূর্ণ কাজ পেলে সেটা গ্রহণ করবেন তিনি। সেই দায়িত্বটা হয়তো পেয়ে গেছেন ডিয়েগো ম্যারাডোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাব থেকে প্রস্তাব এসেছে। সেই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই আগামী মাসে লন্ডনে যাচ্ছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। ম্যারাডোনা আনুষ্ঠানিকভাবে এ খবর প্রকাশ করেননি।

তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় দুটি দৈনিক। ম্যারাডোনা নাকি বলেছেন, ‘একটি প্রস্তাব সম্পর্কে শুনতে ফেব্রুয়ারিতে লন্ডন যাচ্ছি আমি। চাকরি আমাকে পেতেই হবে ব্যাপারটা তা নয়। তবে যেহেতু খবর এসেছে তাই লন্ডন যাব। ’ ক্লাবটির নাম অবশ্য জানাতে পারেনি আর্জেন্টাইন মিডিয়া।

ম্যারাডোনার মতো একজনকে এভাবে চাকরি খুঁজে বেড়াতে দেখে অনেকেই অনেক কিছু বলতে পারেন। কী দরকার ছিল একগুয়েমির! বিশ্বকাপের পরও তাকে কোচ হিসেবে রাখার ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কিন্তু ম্যারাডোনা শর্ত দিয়ে বসলেন, তার সহকারীর কাউকে বরখাস্ত করলে দায়িত্ব নেবেন না! শেষ পর্যন্ত অবশ্য নিজের অবস্থান থেকে সরে এসেছিলেন। কিন্তু ততদিনে ম্যারাডোনার ওপর কারও আস্থা নেই! আর্জেন্টিনার কোচ হয়ে যান সার্জিও বাতিস্তা। আর্জেন্টিনার চাকরি হারানোর পর ম্যারাডোনা আগ্রহ দেখিয়েছিলেন পর্তুগালের কোচ হওয়ার।

কিন্তু সেই আশাও পূরণ হয়নি। এখন প্রশ্ন, তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কিংবদন্তি? ম্যারাডোনা মুখ খুলে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মিডিয়ায় গুঞ্জন, ম্যারাডোনা দায়িত্ব নিচ্ছেন ফুলহ্যাম কিংবা অ্যাস্টন ভিলার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।