আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার-কেয়ার-ফেয়ার-আনফেয়ার

মনটা সাদা , ভবিষ্যত কালো , দুনিয়া রংগিন -----> সাদাকালোরংগিন
ম্যাট্রিক ফেল গিট্টুর আজকাল ভাবটা ড্যামকেয়ার শুনেছি নাকি দেদারছে কামায় ব্যবসা করে শেয়ার। দুতিন খানা অফিস তার, চকচকে সব গাড়ি শ্যাম্পেন আর হুইস্কিতে ভুলেই গেছে গান্জ্ঞা কিংবা তাড়ি। চোখেতে রঙ্গিন সানগ্লাস আর মুখে চুরুটের ধোঁয়া, কথায় কথায় তুড়ি দিয়ে বলে, " শেয়ার ইস দ্যা বিজনেস ভাই, বাকি সবই ভুয়া"। মনে মনে ভাবে গিট্টু প্লেজার ট্রিপ টু পাতায়া তার আগে আরো কিছু নেবে বাজার থেকে হাতায়া। ২০০৫ এর গাড়ির মডেল টাও হয়ে গেছে পুরোনো শেয়ারে ভাই লাভের রাস্তা একটুও নয় ঘুরোনো।

বাজার এখন ভীষণ তেজী, ডাবল ত্রিপল প্রতিদিন কেউ ভাবে না এক পলকে বদলে যেতে পারে সিন। গিট্টু যখন মাল কামানোর রঙ্গিন স্বপ্নে বিভোর বজ্রপাতের মতই তখন আসল সেই খবর। হঠাৎ করেই শেয়ার বাজারে বিশাল বড় ধ্বস লাভ দূরে থাক, এখনতো ভাই মূলধনটাও লস । সুখস্বপ্ন কেটে গিয়ে হঠাৎ বিনা মেঘে বজ্রপাত লোভের ফাঁদে পা দিয়ে তাই লাখো মানুষের মাথায় হাত। সব হারিয়ে রাস্তায় গিট্টু , "ড্যাম ইট ইউ শেয়ার" শিক্ষা হলো অবশেষে : "পরিশ্রমবিনা বড়লোকিটা আনফেয়ার" ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।