আমাদের কথা খুঁজে নিন

   

যদি ব্যাংকগুলো আমানতের বিপরীতে সুদ বাড়ীয়েদেয় তা হলে ভাবিতে হইবে শেয়ার মার্কেটে বিনিয়োগ কমিবে।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

শেয়ার মার্কেটে এই উর্ধ্যমুখী আস্ফালন যেমন সঠিক হয় নাই, তেমনি এত দ্রুত শেয়ার মার্কেটে সূচকের পতন কোন যুক্তিতেই বোধগম্য নয়। সরকার বা এস ,ই, সি / ডি ,এস , সি তাদের অপরিপক্কতার প্রমান দিয়েছে। যেমন কারসাজি করে বাজার কে বাড়তে দেয়া হয়েছিল। ঠিক একি পর্যায়ে কারসাজি করে বাজার কে নিম্নমুখি করতে বাধ্য করা হলো , যা অনভিপ্রেত । বাজারকে বাধাগ্রস্থ করে দেশের শিল্পায়নকে বাধাগ্রস্থ করা হলো।

এমনিতেই গ্যাস ,বিদ্যুৎ সংকট শিল্পায়নকে বাধাগ্রস্থ করছে। এই সব সমস্যার করাণে সাধারনত উদ্যোগত্তা শ্রেনী সৃষ্টি হচ্ছে না। সর্বপরি সারা পৃথিবীতে শেয়ারমার্কেটের অবদান প্রতিটি দেশের মোট অর্থনীতির অন্যতম অবলম্বন। আমাদের দেশে ক্ষুদ্র প্রান্তিক কৃষক অবহেলিত শিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের কল্যাণে সরকার তেমন কোন ভূমিকা রাখতে পারছেনা। প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স এর অর্থ ঐ গ্রামের মানূষের মোট অবলম্বন।

অনেক সাধারন মানূষ তাদের কষ্টার্জিত অর্থ বর্তমান সময়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিল। কিন্তু এস , ই , সি এর স্বেচ্ছাচারিতায় এবং ভালো কোন মৌলভীত্তি সম্পন্ন কোম্পানীকে বাজারে নিয়ে আসতে ব্যার্থতার পরিচয় দিয়েছেন। সম্ভাব্য শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে পৌঁছারপর মার্কেটকে কথিত ভাল্লুকের কবলে ছেড়ে দেয়ার, অভিপ্রায় এস , ই, সির কতিপয় সিদ্ধান্তে তার প্রমাণ পাওয়া যায়। কাদের স্বার্থে এই ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন , তা তদন্তের দাবী রাখে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।