হার্ট যা পারে হাত এবং মুখ একযোগেও তা পারে না...
Maurits Cornelis Escher সংক্ষেপে M.C. Escher. তার সম্পর্কে বলা হয় -"অসম্ভবের চিত্রকর"। অসম্ভব অসম্ভব প্রায় ২০০০ এর বেশি ছবি এঁকেছেন জীবনে। যেগুলো দেখে মনে হবে ক্যামেরা দিয়ে তোলা ছবি অথবা কম্পিউটার জেনারেটেড ইলিউশন। কিন্তু তিনি সেগুলো এঁকে ফেলেছেন তাঁর দক্ষ হাতের ছোঁয়ায়। তাঁর জন্ম ১৭ জুন ১৮৯৮ নেদারল্যান্ডে। মৃত্যুবরণ করেন ১৯৭২ সালে। তিনি একাধারে দ্ক্ষ গণিতজ্ঞ এবং চিত্রকর। বেশি কিছু বলব না ছবিগুলো দেখন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।