আমাদের কথা খুঁজে নিন

   

Fitness Walk For Hiking & Camping: World's longest Beach-11



আমরা যারা কক্সবাজারে হাঁটতে তাদের জন্য বাধ্যতামুলক হাঁটা । আর যারা হাঁটতে পছন্দ করেন তারাও হাঁটতে পারেন আমাদের সাথে । মত্তলানা ভাসানী হকি ষ্টেডিয়ামের গেটে শুক্রবার ১৪ তারিখ সকাল ৮টায় সবাই উপস্থিত থাকবেন । আগ্রহীরা কল করুন- আবুবকর সিদ্দিক-০১৭১৪৪৪৪৩৩০ রবিউল হাসান মনা -০১৭১১২৭৭২৫০ ইমেইল বা কি কি সঙ্গে নিতে হবে ১. ব্যাগ ২. গামছা ৩. পানির বোতল ৪. ক্যাপ ৫. সানগ্লাস ভ্রমণ বাংলাদেশ পরিবারের সাথে ভ্রমণ করতে হলে যে যে নিয়ম মানতে হবে । ১. সর্ব অবস্থায় দলনেতার কথা মানতে হবে ।

ভ্রমণ বাংলাদেশ যেহেতু কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয় তাই সকল ভ্রমণে সব কাজে সকল বন্ধুকে সহযোগীতা করতে হবে ২. ভ্রমণ বাংলাদেশ সকল ধর্মে প্রতি সমান সন্মান প্রর্দশন করে । তাই ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে । ৩. ভ্রমণ বাংলাদেশ একটি পরিবার তাই বড়দের সন্মান ও ছোটদের স্নেহ করে চলতে হবে । ৪. স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন কিছু ভ্রমণ বাংলাদেশের ট্যুরে গ্রহন করা থেকে বিরত থাকতে হবে । ৫. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা যাবে না ।

তবে দেশের প্রয়োজনীয় সমাধান মূলক কোন পরার্মশ আলোচনা করা যাবে । ৬. যে কোন প্রয়োজন আয়োজকদেরকে জানাতে হবে । ৭. পরিবেশের জন্য ক্ষতিকর কোন কিছু করা যাবে না । ৮. স্থানীয়দের সাথে সুসর্ম্পক তৈরি করতে হবে । ৯. ট্যুরে জন্য কোন প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।

১০ ট্যুরের সকল তথ্য আয়োজকদের সাথে কথা বলে ভালভাবে জেনে নিতে হবে । ১১. সময়মত সকল কাজ করতে হবে । যাত্রা শুরুর সময় কোন প্রকার দেরি করা যাবে না। ১২. নিয়মিত শারীরিক অনুশীলন করে শরীরকে সুস্থ্য রাখতে হবে । শারীরিক সুস্থ্যতার জন্য যে কোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে ।

১৩. কোন ট্যুরেই নতুন জুতা/স্যান্ডেল পরা যাবে না । ১৪. অনুমতি ছাড়া কারো কোন ছবি প্রকাশ করা যাবে না । ১৫. সকল প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে আন্তরিকতার সাথে মেটানোর চেষ্টা করতে হবে । ১৬. দল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণ বাংলাদেশ এর সিদ্ধান্ত চূড়াঁন্ত হবে । ১৭. ব্যক্তিগত ঔষধ নিজ দায়িত্বে রাখতে হবে ।

যে কোন ধরনের অসুখ থাকলে দল নেতাকে অবহিত করতে হবে । ১৮. বাসের টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে । বি:দ্র: কোন কিছু প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।