বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......
সরি, আগেই মাফ চেয়ে নিচ্ছি। পোস্টের শুরুতেই গর্ব বানান ইচ্ছা কইরাই ভুল করার জন্য।
ভাই আপনারা আমারে একটু সিউর হয়া কন তো বিশ্বকাপ কি আসলেই বাংলাদেশে হইতাসে?? নাকি সব ই গুজব। একটু আগে খবর পাইলাম থিম সঙের বাংলা অংশটূকুও নাকি এক ভারতী বাঙ্গালীর গাওয়া!
হাজারও ইন্দিয়ানের মাঝে আমাদের ইভা নানি নিজের নুরানী চেহারা দিয়ে ১টা সুযোগ করে নিতে পেরেছেন। এইটা তো এখন আমার কাছে অনেক পাওয়া মনে হচ্ছে!!
আমি তো এই ভয়ে আছি। কবে না ঘোসনা আসে যে, সব ই যখন ইন্ডীয়ার দখলে তাইলে বিশ্বকাপের অনুষ্ঠান টাও ভারতেই হোক!
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে কয়টা বাঙালি সরি বাংলাদেশী আরটিস্টের নাম আছে আমার জানতে মুন চায়।
পোস্ট টি অবশ্যই ভ্রমন করবেন। এর প্রতিবাদ অনিবার্য। আজ অথবা কাল এই যা!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।