আমাদের কথা খুঁজে নিন

   

মশার কামড় খাইয়া কিঞ্চিত ১৮+ পোস্ট!

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

কেউ আমারে ধর! এত্ত মশা কেন? যাই হোক কামের কথায় আসি। চিন্তা করলাম মধ্যরাতে ১টা পোস্ট দিয়া ঘুমায়া পরি। আর কত। আর কিছুক্ষন বস্লে আমার শরীরে রক্তশুন্যতা দেখা দিবে! এতক্ষন হুদাই হাবিজাবি লিখলাম। মাইনসেরে বিরক্ত করার ১ টা অন্যরকম মজা আছে।

যাই হোক, ১টা ছোট্ট শেয়ার। আমি আবার গান টান পারি না। না মানে পারি, কিন্তু নিচু গলায়, মানে গুনগুনিয়ে। তো ভারসিটির ১টা প্রোগ্রামে আমার দলীয়( কোরাসে) ১টা তে গান গাইবার ব্যাপক ইচ্ছা ছিল। কিন্তু হইল না! না মনে কইরেন না যে আমারে বাদ দিছে।

আমারে বাদ দেওন এত সুজা না! আমি অন্য ১টা ইজি কাজে বেশী বিজি ছিলাম। যাই হোক, আমার ২ বান্ধবী গান গাবে কোরাসে। অরা তো খুশিতে দউরায়া আইসা কয়, " দোস্ত আমরা ২ জন টো ঠোটে ঠোট মিলাইসি। " আমি তো অবাক। আমি বললাম,' তাই নাকি? এই অভ্যাস কবে থেইক্কা?" আড্ডার মাঝে যারা ছিল তারা তখনও আমার কথার ঘাই ধরতে পারে নাই।

যাই হোক ১ জন উত্তর দিল, " আরে এইডা আর এমন কি? ছুটোবেলা থেইক্কাই তো। " আমি কইলাম,"হ, ভালই তো। তোরাই পারবি। " ১জন বলল," আরে খালি আমরা কেন? তুই ও পারবি। আয়, আমাদের সাথে ঠোটে ঠোট মিলা।

" আমি কইলাম," কিন্তু আমি একা ২ জনের সাথে একি সময়ে ঠোট মিলামু ক্যামনে?" আমার ফান যথারীতি অরা দেরীতে বুঝল। কিন্তু হাসাহাসি টা হল স্বাভাবিকের থেকে একটু বেশী। জীবনে অইবার ই প্রত্থম প্রকাশে ২ জন এর কাছ থেকে এক সাথে ঠোটে ঠোটে মিলানোর অফার পাইলাম। কিন্তু হায়রে কপাল হইল না!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।