মতিঝিলের রাস্তায় আগুন দেখলে বুঝি
আজও ঘটেছে কিছু সেদিনের মতন।
অস্থিরতায় পুজির বাজার ভীষণ
সূচকের সেকি ভয়াবহতম পতন!
শুরু হয় কিছু গাড়ি ভাঙ্গাভাঙ্গি তাতে
প্রশাসন রেগে পুলিশটুলিশ নামান
লার্ঠিচার্জ খেলা কেটে যায় বেলা
দুপুরটা জুড়ে টিয়ার আর জলকামান।
হস্তক্ষেপ পদেক্ষেপে তোলপাড় সভা সবই
কত কত মত হয় হায় প্রকাশিত,
এমন যদি আমার বেলায় এসে
তাদের মতো সামান্যও নিত।
আমার প্রতি তোমার প্রেমের সূচক
কমার কি যে বিপদজনক হার।
সেটা যদি কেউ একটুও ভাবতো গো
কঠিন হতো তোমার পাওয়াটা পার।
কেউ দেখেনাতো আমার ভেতরে আগুন,
হৃদয়ের পথে কত কি যে যায় পুড়ে।
কিন্তু তুমি নামোনা সেখানে মেয়ে,
দিব্বি গাড়িটা চালিয়ে বেড়াও দুরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।