বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের ভাষন কয়েকটি বেসরকারী টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে বলে আজ বেশ কয়েকটি পত্রিকায় খবর ছাপা হয়েছে। এর মধ্যে বৈশাখী টেলিভিশন, বাংলাভিশন, এনটিভি, ইসলামীক টেলিভিশনের নাম ছাপা হয়েছে দৈনিক আমাদের সময় পত্রিকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষনের কাউন্টারে বিরোধী দলের নেতার এই ভাষন সচেতন মহলের কাছে অবশ্যই গুরুত্বপুর্ন। তাই এই ভাষন লাইভ সম্প্রচার আরো বেশি গুরুত্বপুর্ন। কোন সেন্সর বা এডিটিং ছাড়াই বিরোধী দলীয় নেতার ভাষন শুনা যাবে, এজন্য দেশবাসীর আগ্রহ ছিল অনেক।
কারন টেলিভিশনের সংবাদে এডিটিং করে শুধু মাত্র মূল বিষয় গুলো প্রচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত খালেদা জিয়ার এই ভাষন কোন চ্যানেলই সরাসরি সম্প্রচার করে নি । এর কারণ কি ? শীর্ষ নিউজ ডটকমের খবরে জানাগেল কয়েকটি চ্যানেল লাইভ সম্প্রচারের জন্য সব যন্ত্রপাতিও বসিয়ে ছিল, কিন্তু লাইভ সম্প্রচার করেনি কেউ। এ বিষয়ে টেলিভিশন কতৃপক্ষও কোন মন্তব্য করতে রাজি হচ্ছে না। তবে ইসলামীক টেলিভিশনের এক কর্মকর্তা শীর্ষ নিউজের কাছে জানিয়েছেন লাইভ সম্প্রচারের ক্ষেত্রে হয়তো বিটিআরটি কোন ঝামেলা করতে পারে।
এখানেই হচ্ছে আমার বক্তব্য। সরকারের মন্ত্রী-এমপিরা মুখে গনতন্ত্রের ফেনা তুললেও, বাস্তবে কি তাদের মধ্যে গনতন্ত্র চর্চা আছে ? প্রধানমন্ত্রী নিজেই ভাষনে বলেছেন মিডিয়া এখন পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে । এই কি তাহলে স্বাধীনতার নমুনা। যেখানে বিরোধীদলের নেতার বক্তব্য সরাসরি সম্প্রচারে বাধা দেয়া হয়। খালদো জিয়ার ভাষন সরাসরি সম্প্রচারে সরকারের এত ভয়ই বা কেন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।