আমাদের কথা খুঁজে নিন

   

আর তিন'টি রাত : নির্ঘুম প্রার্থীরা....



আরো তিনটি রাত পৌর নির্বাচনের আগে। আর এই রাত গুলোও নির্ঘূম কাটবে প্রার্থীদের। সাথে ভোটারদেরও। ভোটাররা ভোটের আগে কষবেন প্রার্থী বাছায়ে চুড়ান্ত হিসাব। আর প্রার্থীরা গুনবেন ভোট।

এ দু'পক্ষের দু'রকম চিন্তার ফলাফল হলো কে হবেন নির্বাচিত, ব্যালট গোনার আগে নিশ্চিত করা সম্ভব নয়। আর আমি বলি কি ? সবাই যখন জাগ্রত থাকবে, কোলাহল থাকবে। তখন নাক ডেকে ঘুমানোর মজাই আলাদা। কখনো কি কোলাহল পরিবেশে ঘুমিয়েছেন ? আমি ঘুমিয়েছি। কারন আমার ঘুম পেয়েছিল।

এবারও আমি ঘুমাবো। কারন রাত জেগে ভোটের হিসেব কষে লাভ নেই। ফলাফল হলে সবাই চিল্লাবে... আবারও বলছি, -আমি ঘুমাবো। আপনারা কি করবেন ? আমিনুল ইসলাম শ্রাবণ সংবাদকর্মী, বগুড়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।