আমাদের কথা খুঁজে নিন

   

২৩ লাখ টাকা৭ লাখে চলে এলো..কোটি কোটি টাকা কার পকেটে

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ

খাতুনগঞ্জের ব্যবসায়ী আবদুল খালেক ট্রেডিং ব্যবসা গুটিয়ে শেয়ার বাজারে নামেন ২৩ লাখ টাকা নিয়ে। রোববারের শেয়ার ধসে তার বিনিয়োগ ৭ লাখ টাকায় এসে টেকে। অভিজ্ঞতা নেই, অথচ খাতুনগঞ্জের অনেকের মতোন নিজেই বাজারে এসে দেখেন লাভের পর লাভ। অথচ রোববার তার কেনা শেয়ার যখন পড়তে থাকলো তখন তাকিয়ে দেখা ছাড়া কোন কিছুই করার নেই। বেলা ৩টায় রাস্তায় নেমে বিমর্ষ খালেক আপসোস করতে লাগলো কি করলাম..কেন এলাম এ সর্বনাশা শেয়ার বাজারে...সরকারের নীতি নির্ধারক, দেশের তথাকথিত অর্থনীতিবিদরা যখন গাল ভরা বুলি দিয়ে বলে, বাজারে শেয়ার কম তাই দাম বাড়ছে..অতিমূল্যায়িত হচ্ছে, ৯৬ এর বাজারের মতো ধস নামবে না..এখন এসব তথাকথিত বুদ্ধজীবী কি বলবে। ৯৬ এ জমি জমা হারিয়েছে মানুষ, এবার হারাতে বসেছে ইজ্জত...কোটি কোটি টাকা কার পকেটে গেছে তার উৎস কি খুহে পাওয়া যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।