সম্প্রতি দিল্লি পুলিশ দলটির তিন ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও চান্দিলাসহ ৩৯ জনের নামে অভিযোগপত্র দায়ের করে। প্রত্যেকের বিরুদ্ধে মহারাষ্ট্র অপরাধ নিয়ন্ত্রন আইনে অভিযোগ দায়ের করা হয়।
এতে বিস্ময় প্রকাশ করে চান্দিলা বলেন, “আমার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠায় আমি এবং আমার পরিবার মর্মাহত। আমি একজন ক্রিকেটার, সন্ত্রাসী নই। ”
“স্পট ফিক্সিং বিতর্কের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই।
(ম্যাচ পাতানোর জন্য) কেউ কখনোই আমাকে কোনো প্রস্তাব দেয়নি। আমি এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। ”
বড় ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে তিন দিনের জামিন পাওয়া চান্দিলা আরো বলেন, “আমি গ্রেপ্তার হওয়ার পর দিনই আমার বড় ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পর থেকে আমার জীবনে অনেক কিছু ঘটেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারো জীবনে যেন এমন ঘটনা না ঘটে।
”
গত ১৬ মে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শ্রীশান্ত-চান্দিলা-চাভানসহ বেশ কয়েকজন বাজিকর গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়। এরপর চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কয়েক জন শীর্ষস্থানীয় কর্মকর্তাও গ্রেপ্তার হন।
গ্রেপ্তারের কয়েক দিন পর শ্রীশান্ত ও চাভান জামিন পেলেও চান্দিলা কারাগারে ছিলেন। তবে অভিযোগপত্র গঠনের পর শ্রীশান্ত ও চাভান এবং ১৯ জন বাজিকরের জামিন বাতিলের আবেদন করেছে দিল্লি পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।