^^^^^^^^^
বিশ্বের দুই মহাতারকা রজার ফেদেরার আর রাফায়েল নাদাল সহ অনেকেই কাতারে। আমার এত কাছে তারা স্পেসাল একটা কোর্টে খেলল আর আমি জানতেই পারলাম না।
বছর শেষের কিছু ঝামেলা নিয়ে অল্প বিস্তর চিন্তিত, তাই কোনদিকে কি হচ্ছে সেসবের খবর নিতে ইচ্ছে করছেনা।
কাতার ওপেন হচ্ছে, আমি দেখিনি একটা ম্যাচও!
শুক্রবার এশিয়ান কাপের উদ্বোধন হল, আমি যাইনি। কিছুটা অভিমানে।
অফিসের কাছের গ্রোসারির মালোয়ারি যে কোনদিন ফুটবল দেখেনি সেও তার দল একটা বিগ টুর্নামেন্টে একই শহরে খেলছে বলে উৎফুল্ল। দোকানের সামনে বড় করে ফিক্সচার টাংগিয়ে রেখেছে। সামনের ফ্লাটের বোম্বাইয়া ফ্যামিলি তাদের সাথে আমারো টিকেট কাটবে কিনা জিজ্ঞেস করতেছে। আমার তো খারাপ লাগবেই।
একসময় এই ভারত আর বাংলাদেশের মাঝে বিস্তর ফাইট হত।
এখন সে ভারত ফুটবল দল বড় প্লাটফর্মে খেলছে যেখানে আমাদের কোন অস্তিত্বই নাই।
ডিসেম্বর জানুয়ারি দোহা ফ্যাস্টিভ্যালের শহরে পরিণত হয়। তাই স্পেসালি বছরের এই সময়টাতে যারা দোহা হয়ে পৃথিবীর নানা প্রান্তে যাওয়া আসা করেন তারা ২/১ দিন দোহা থেকে যেতে পারেন।
ছবি: ফক্স স্পোর্টস
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।