আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী-এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য সব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের নিজ নিজ এলাকায় যাওয়ার  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানা যায়। এছাড়া বিরোধী দলের আন্দোলনকে প্রতিহত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

বিরোধী দল বিএনপির তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ঈদের পর একযোগে আন্দোলনে নামার যে ঘোষণার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যায়। বৈঠকে আগামী ১২ ও ১৩ আগষ্ট জামায়াতের ডাকা হরতাল যাতে সফল না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। এছাড়া দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বলা হয়েছে। দলীয় অন্তর্কোন্দল ও দ্বন্দ্ব মেটাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঈদের ছুটি শেষে সরকারি চাকরিজীবীরা যাতে সঠিক সময়ে কর্মস্থলে ফিরে আসতে পারে সে জন্য সব জেলার প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।