অজানাকে জানার আর অদেখাকে দেখতে ইচ্ছা করে খুব...। ।
"মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র প্রদত্ত ভাষণের বিস্তারিত " শীর্ষক একটি লেখায় প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ ভাষণটি পোষ্ট করা হয়...
প্রধানমন্ত্রীর এই পূর্ণাঙ্গ ভাষণটি প্রথম আলোর অনলাইন ভার্শনেও প্রকাশ করা হয় ।
প্রথম আলোর অনলাইন ভার্শনে সরকারের সফলতার পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য প্রকাশ করেন অসংখ্য পাঠক ।
সেই সকল পাঠকদের মধ্য হতে বেশ কয়েকজনের মন্তব্য আমি তুলে ধরি ঐ পোষ্টের মন্তব্যের অংশে ।
এগুলো যে আমার মন্তব্য নয় তাও উল্লেখ করেছিলাম ।
মজার ব্যাপার হইলো াহো নামের এক ব্লগার ঐ মন্তব্য গুলোকে আমার মন্তব্য হিসেবে ধরে এক বিশাল বড় আওয়ামী গুণকীর্তন মূলক পোষ্ট দিলেন ।
View this link
ঐ ভদ্রলোকের এটা বুঝার ভুল নাকি এটা তার ভাষাগত দক্ষতার অভাব তা বুঝলাম না । তবে ঐ ভদ্রলোককে অশেষ ধন্যবাদ আমার মত এক উঠতি ব্লগার -এর পাবলিসিটি করার জন্য ।
তবে যাই হোক, ভদ্রলোক যে আওয়ামী লীগকে অনেক ভালা পান তা তার চামচামিমূলক পোষ্ট থেকেই বুঝা যায় ।
খারাপ লাগছে বেচারার জন্য ।
শুধু রফতানি কমায়া দিয়াই এত বড় গুণকীর্তন মূলক পোষ্ট তাকে কষ্ট করে লিখতে হলো... আরও কিছু উলট পালট হইলে তো আজ তাকে সারা রাত জাইগা লিখতে হইতো ।
যাউগ্গা, কিছু মাইনাস আশা করছি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।