আমাদের কথা খুঁজে নিন

   

SEO সম্পর্কিত একটি গাইড

আমি দেখি, ভাবি, ভুলে যাই। মাথায় কিছু রাখার চেষ্টা করিনা। তাই একই জিনিস বারবার দেখতে ভালো লাগে।

SEO নিয়ে বেশ কিছুদিন ধরে পড়ছি। বিভিন্ন যায়গায় বিভিন্ন মত।

অনেক সফল SEO espcialist রাও পরস্পর-বিরোধি মতোবাদ দিয়ে থাকেন। SEO আসলে এক এক প্রয়োজনে এক এক রকম। এবং অনেক মতবাদ তৈরি হয়েছে এটা নিয়ে। আসল কথা এটার সম্পর্কে জানতে হলে অনেক থীওরি ভালো করে পড়া লাগে। আর থীওরিগুলো পড়ে অনেক অপব্যবহারও করা যায়।

থীওরিগুলোতে ম্যাথ, স্টাটিস্টিক্স, সাইকোলজি, অনেক কিছু জড়িত। সবচেয়ে বড় কথা হলো এগুলো প্রতিনিয়ত পরিবর্তন করা হয়, এবং তা প্রকাশ করা হয় না। যাই হোক, এসব অনেক থীওরির ফলাফলের উপর ভিত্তি করে অনেকে আনুমানিক অনেক থীওরি বের করে লিখেন। ফলাফল ইতিবাচক ও নেতিবাচক দুইটাই হয়ে থাকে। এ ধরনের সব থীওরি বিভিন্ন নির্দিষ্ট কাজে লাগে।

তাই আমি এমন একটা গাইড লিখছি যেখানে মানুষ তার প্রয়োজন অনুযায়ি ঠিক কী করা লাগবে তা বুঝতে পারবে। গাইডের ২টা পার্ট লেখা হয়েছে। আরো ৪/৫টা পার্ট লেখা হবে ভাগ্যে থাকলে। ইংরেজিতে লেখার জন্য দুঃখিত, টেকনিক্যাল পার্টগুলো বাংলায় লেখায় আমি ব্যর্থ। কারো বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করতে পারেন।

গাইড-পার্ট-১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।