আগামী নির্বাচনে ৬০টি আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে সরকারের কাছে জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের অনুরোধ জানানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, ড. নিম চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হিউবাট গোমেজ, সুনন্দ প্রিয় ভিক্ষু ও ড. উৎপল কুমার সরকার প্রমুখ।
তিনি বলেন, 'বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃত পাওয়া পূর্ব পর্যন্ত সংবিধানে সংখ্যালঘুদের স্বার্থরক্ষার বিধান সংযোজন করতে হবে।' তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধর্মীয় এবং সাম্প্রদায়িকতার কোনো ধরনের ব্যবহার করতে দেয়া যাবে না। পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে ধর্মীয় এবং সাম্প্রদায়িকতার ব্যবহারের ফলে মহাজোটের প্রার্থী হেরেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।