আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের প্রথম টেস্টটিউব মাংসের স্বাদ নিল খাদ্য বিশেষজ্ঞ দল

বিশ্বের প্রথম টেস্টটিউব মাংসের বার্গারটির স্বাদ নিয়েছেন দুই খাদ্য বিশেষজ্ঞ। লন্ডনের ল্যাবরেটরিতে তৈরি এ বারগারের স্বাদ নেয় তারা। তবে এ বার্গারটির স্বাদ স্বাভাবিক বার্গার থেকে আলাদা নয়। বার্গারটির বিশেষত্ব মাংসের মধ্যে।

গরুর স্টেম কোষ থেকে এ মাংস তৈরি করেছেন গবেষকরা।

বাংলাদেশী টাকায় প্রায় ৩ কোটি টাকা দামের বার্গারটির প্রতিটি টুকরা ইতিহাসের পাতায় এরই মধ্যে স্থান করে নিয়েছে। উৎসুক দর্শকদের সম্মুখেই ১৪২ গ্রাম ওজনের ফ্র্যাঙ্কেনবার্গারটি খেয়ে পরীক্ষা করেন বিশেষজ্ঞ দল।

খাওয়ার পূর্বে দর্শকরা ভেবেছিল হয়তবা এ বার্গারটি খেতে মোটেও ভাল লাগবেনা। কিন্তু সেরকম কোন ঘটনা ঘটলো না। বরং, অনেকটা চমকের সঙ্গেই দুই খাদ্য বিশেষজ্ঞের রায় ছিল বেশ ইতিবাচক।

এক বিশেষজ্ঞ বললেন, ‘পারফেক্ট কন্সিসটেন্সি’ বজায় রাখা রয়েছে বার্গারটিতে। তবে এর সঙ্গে একটু লবণ আর গোলমরিচ মেশালে স্বাদ আরও কিছুটা বাড়বে।

খাদ্য বিশেষজ্ঞ হ্যানি রুয়েটজলার বলেন, আমি আরেকটু মসৃণ ও নরম মাংস আশা করেছিলাম। আমি জানি এতে কোন চর্বি নেই। তিনি আরও বলেন, আমি জানতাম না এটা ঠিক কতোটা মজার হবে।

এটা মাংসের কাছাকাছি। তবে সেরকম মজার নয়। আরেকটু লবণ ও গোলমরিচ দিলে, মজাটা একটু বাড়বে।

বিজ্ঞানী অধ্যাপক মার্ক পোস্ট ২০ হাজার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরাকে একত্রিত করে মাংসটি তৈরি করেছেন। একটি গরুর স্টেম কোষ থেকে মাংসের ক্ষুদ্র টুকরাগুলোকে ল্যাবরেটরিতে বিশেষভাবে তৈরি করেছেন তিনি।

নেদারল্যান্ডসের মাসট্রিচট ইউনিভার্সিটিতে তিনি ও তার গবেষক দল অক্লান্ত পরীক্ষা-নিরীক্ষার পর এ ঐতিহাসিক ও অভূতপূর্ব সাফল্য অর্জন করেন। ভবিষ্যৎ পৃথিবীর মাংসের চাহিদা মেটানোই এ গবেষণার মূল উদ্দেশ্য।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।