হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
কালাই এর রুটি চাপাই নবাবগন্জের ঐতিহ্যবাহী খাবার। শীতের সকালে কালাই রুটি সাথে বেগুণ ভর্তা অথবা ধনে পাতার চাটনি দিয়ে এটি খাওয়া হয়।
সাধারনত মাস-কালাই এর ডাল থেকে আটা বানানো হয়। এর সাথে পরিমান মত চালের আটা মিশানো হয়।
রুটি বানানো হয় হাতে। বেশ মোটা হয় এই রুটি।
বেগুন ভর্তা
ধনে পাতার চাটনি (জিভে পানি আসছে কি?):
বিশেষ ধরণের মাটির তৈরী খোলায় ভাজা হয় এই রুটি:
এক সময় কালাই এর সহজ লভ্যতার জন্য এই রুটি এই অন্চলে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এলাকার সব মেয়েরাই জানত এই রুটি তৈরীর টেকনিক। তবে কালাই এখন বেশ দুষ্প্রাপ্য এবং দামও বাড়ছে ধীরে ধীরে।
প্রতিদিনের খাবার হিসাবে এটির ব্যাবহার কমছে। এটি দৈনন্দিন খাবার থেকে বিশেষ খাবার হয়ে উঠছে।
কিছু বিশেসায়িত দোকানে কালাই এর রুটি করা হয়, তেমনি একটি দোকানে, এক সাথে তিনটি চুলায় ভাজা হচ্ছে কালাই এর রুটি।
রাজশাহী যাওয়া হলে একবার খেয়ে দেখতে পারেন এই আন্চলিক খাবারটি:
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।