আমাদের কথা খুঁজে নিন

   

BAL চোট্টারা আকাশের তারার সংখ্যার চেয়েও বেশী মিথ্যা কথা বলেঃ জোট আমলের বিদ্যুত উৎপাদন ৭৭৯ মেঃওয়াট বৃদ্ধিকে অস্বীকার প্রসঙ্গে

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

আওয়াম তথা বাল-বাকশালী কত চরম নির্লজ্জ খাসলতের তা বার বার প্রমাণ করে। তাদের ক্ষমতায় আনা মঈণ কুত্তা বলেছিল বিএনপি নাকি ২০ হাজার কোটি টাকা বিদ্যুত খাত হতে লুটপাট করেছে। যেখানে ২০০১-০৬ বাজেটই ছিল ১৩ হাজার কোটি টাকা সেখানে ২০ হাজার কোটি টাকা লুটপাট হয় কিভাবে? বিদ্যুৎ খাত নিয়ে আওয়ামী লীগের লাগাতার গোয়েবেলসীয় অভিযোগ এই যে, জোট সরকারের ৫ বছরে নাকি ১ মেগাওয়াট বিদ্যুৎও উৎপন্ন হয়নি। এটিও যে কত ডাহা মিথ্যা সেটিও আওয়ামী লীগ সরকারের দেয়া পরিসংখ্যান থেকেই বেরিয়ে আসবে। নীচে একটি টেবিল দেয়া হলো- বছর সর্বোচ্চ উৎপাদন ২০০০-২০০১ ৩ হাজার ৩৩ মেগাওয়াট ২০০১-২০০২ ৩ হাজার ২১৮ মেগাওয়াট ২০০২-২০০৩ ৩ হাজার ৪৫৮ মেগাওয়াট ২০০৩-২০০৪ ৩ হাজার ৬২২ মেগাওয়াট ২০০৪-২০০৫ ৩ হাজার ৭৫১ মেঘাওয়াট ২০০৫-২০০৬ ৩ হাজার ৮১২ মেগাওয়াট উপরে এই টেবিলটিও নেয়া হয়েছে আলোচ্য অর্থনৈতিক জরিপ ২০০৯ থেকে।

যথারীতি এটিতে স্বাক্ষর করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই পরিসংখ্যান থেকে দেখা যায় যে, আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদন যেখানে রেখে গিয়েছিল, বিএনপি ক্ষমতা গ্রহণের ১ বছরের মধ্যে সেই উৎপাদন বাড়ায় ১৮৫ মেগাওয়াট। জোট সরকার তার ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় ৭৭৯ মেগাওয়াট। অর্থাৎ প্রতি বছর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় গড়ে ১৫৫ মেগাওয়াট। এ কথা সত্য যে, ৫ বছরে ৭৭৯ মেগাওয়াটের চেয়ে আরো কিছু বেশী পরিমাণে বিদ্যুৎ হয়তো উৎপাদন করা যেত।

কিন্তু তাই বলে এই ৭৭৯ মেগাওয়াট উৎপাদনকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে যখন বলা হয় যে উৎপাদন মেগাওয়াটও বাড়েনি তখন সেটি শুধুমাত্র সত্যের অপলাপই হয় না, বরং ...........থাক খারাপ গালি দিলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।